আমাদের কথা খুঁজে নিন

   

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর..

ডাক্তার নামের একটি প্রানী হওয়ার চেষ্টায় আছি। মেসি, নেইমারদের কোপা আমেরিকার লড়াই উপভোগের জন্য যারা উন্মুখ হয়ে আছেন তাঁদের জন্য সুখবর। কোপার ২৬টি ম্যাচের প্রতিটিই লাইভ স্ট্রিমিং করবে ইউটিউব এবং বিশ্বের ৫০টিরও বেশি দেশের ফুটবলপ্রেমীরা ইউটিউবে সরাসরি কোপার ম্যাচগুলো দেখতে পাবেন। অর্থাৎ ক্রীড়া সম্প্রচারক চ্যানেলগুলো না থাকলেও এসব দেশের ফুটবলপ্রেমীরা লাতিন ফুটবলের শৈল্পিক সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হবেন না। গত বছর আইপিএলের ম্যাচগুলো লাইভ স্টিমিং করেছিল ইউটিউব।

ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে ব্যাপক সাড়াও পেয়েছিল তারা। এ কারণেই ইউটিউব কর্তৃপক্ষ এবার কোপা প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের ব্লগে তারা লিখেছে, 'কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালসহ কোপা আমেরিকার ২৬টি ম্যাচই সমর্থকরা ইউটিউবে সরাসরি দেখতে পাবেন। শুধু তা-ই নয়, ইউটিউবের ধারাভাষ্যকাররাও ম্যাচগুলোর ধারাবিবরণী দেবেন। ' আগামী জুলাইয়ের ১ তারিখে মাঠে গড়াবে কোপা আমেরিকা এবং এবারের আয়োজক মেসি-হিগুয়াইনদের আর্জেন্টিনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.