আমাদের কথা খুঁজে নিন

   

আমি যখন ছোট ছিলাম..ছিলাম অনেক ভাল

I never knew how to worship until I knew how to love. যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম, ইশ বড় ভাইয়ের মত কলেজে পড়লে বান্ধবীদের সাথে ঘুরতে পারব, যখন তখন বাইরে যেতে পারব। আর আমার কাকু বলত- ফাস্ট ইয়ার ডোন্ট কেয়ার, সেকেন্ড ইয়ার টেক কেয়ার, থার্ড ইয়ার ম্যারেজ ইয়ার। আমি ভাবতাম এহ শালা, আমায় তখন কে পাবে। । এভাবে কলেজে উঠে ফাস্ট ইয়ারে গাড্ডু খাওয়ার পর কলেজ থেকে যখন বাসায় চিঠি গেল তখন আমার অবস্হা প্রায় লাস্ট ইয়ার।

ভাবলাম যাক এ যাত্রায় বেচে গেলে ভার্সিটিতে উঠে একটু ইয়াশ করব। দেখতে দেখতে ৫ বছরের ভার্সিটি লাইফ শেষ করে যখন চাকুরীতে ঢুকলাম তখন প্রথম প্রথম ভাবতাম এতো মজাই মজা, এবার একটা বিবাহ করে লাইফ সেটেল্ড। । কিন্তু বিধি বাম, এখন মনে হয়, বসকে না মেরে শালা আজ রাতের ভাত ই খামু না....... পুরা ফাটা বাঁশের চিপায় পড়ে আছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।