আমাদের কথা খুঁজে নিন

   

ডেস্টিনির শুয়াররা এবার স্কুল শিক্ষকদের উপর হামলা করল

আজ বেলা ১১টার দিকে ডেসটিনির কর্মীরা বিদ্যালয়ের আমিনুল হক দুলাল মিলনায়তনের সামনে একটি মঞ্চ তৈরি করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান শুরু করে। অনুমতি ছাড়া বিদ্যালয় চলাকালে ওই অনুষ্ঠান বন্ধ করতে নির্দেশ দেন প্রধান শিক্ষক। কিন্তু সেই নিষেধাজ্ঞ অমান্য করে তাঁরা মাইক বাজিয়ে অনুষ্ঠান চালিয়ে যেতে থাকেন। দুপুর পৌনে ১২টার দিকে আবারও অনুষ্ঠান বন্ধ করতে বললে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ডেসটিনির ১৫-১৬ জন কর্মী প্রধান শিক্ষককে এবং স্কুল ৪র্থ শ্রেনীর কর্মচারী বাকি কে মাঠের মধ্যে মারধর করেন।

এ সময় কয়েকজন অভিভাবক এসে প্রধান শিক্ষককে উদ্ধার করেন। পরবর্তী তে তারা শিক্ষক কক্ষে আসে টুটুল স্যার কে মারধর করে। এই খবর ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা ডেসটিনির কর্মীদের ব্যবহূত একটি পিকআপ ভ্যান, মঞ্চ ভাঙচুর করে তাদের ওপর হামলা চালায়। এ ছাড়া তারা কয়েকটি গাড়িও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ছাত্রদের শান্ত করতে চাইলে পুলিশ ও ছাত্রদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, প্রধান শিক্ষককে মারধরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি শিক্ষকেরা। বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় ডেসটিনি-২০০০ লিমিটেডের বগুড়া অঞ্চলের প্রধান আবদুল কাদের, কর্মী নাইম খান (১৮) এবং আল আমিনকে (২২) আটক করা হয়েছে। আমি জিলা স্কুলের ২০০৪ ব্যাচের ছাত্র। আমরা আমাদের বাবা মা কে যেমন শ্রদ্ধা করি ঠিক তেমন শ্রদ্ধা করি আমাদের স্কুলের সম্মানিত স্যার ম্যাডামদের শ্রদ্ধা করি।

৪র্থ শ্রেনীর কর্মচারী আমাদের প্রিয় বাকি ভাইয়ের অবস্থা খুব আশঙ্খাজনক। সে হাসপাতালে ভর্তি আছে। সে বাঁচবে না মরবে, আল্লাহ জানে। ওনার জন্য দোয়া করেন। আপনারা ওনার জন্য দোয়া করেন।

আর সবার কাছে অনুরোধ, এই মিথ্যা বাদী, জানোয়ারদের, প্রতারকদের প্রতিরোধ করতে এগিয়ে আসি। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.