আমাদের কথা খুঁজে নিন

   

ডেস্টিনির ডিস্ট্রিবিউটরগণ দেখতে কেমন ??

<<মধ্যরাতের হাইওয়ে>>

দুষ্ট ছেলে" নামক এক ব্লগার ভাই একটু আগে ডেস্টিনি নিয়ে একটি হৃদয় নিংড়ানো (!!) পোষ্ট দিয়েছেন। সেই হৃদয় কাপন তোলা পোষ্ট ! যেটা পড়লে আপনি ডেস্টিনি করতে বাধ্য (!)। তো ওই পোষ্টে ঢুকে একটা মন্তব্য করলাম। যেই ধারণা আমি ডেস্টিনি সম্পর্কে পুষে থাকি। ভাইরে , মন্তব্যের জবাব পাইয়া তো আমার এই পৃথিবীতে বাচার শখ মিটা গেছে গা।

"লেখক বলেছেন: আপনার মেজাজ খারাপ হলে কি ডেসটিনির কিছু যায় আছে!!!!!! আপনি ডেসটিনির ডিসট্রিবিউটারের তুলনা খুবই নগন্য একজন মানুষ। !!!" ভাইরে আমি নগন্য বান্দা, সেইটা আমি কখনোই অস্বীকার করি না। কিন্তু কিছু গলায় দড়ি বান্ধা ছাগল যখন আমারে এই কথা কয়, তখন এই পৃথিবীতে বাঁচার অধিকার নিয়া আমি চিন্তুত হয়ে পড়ি। আপনারাই কন, আমার কি করা উচিত। আর যাই কন, দড়ি (তেনারা বলেন টাই) বানতে কইয়েন না !! কিভাবে বুঝবেন, আপনি ফাঁদে পা দিতে যাচ্ছেন ? ১. আপনার কোন এক বন্ধু, যার সাথে আপনার খুব কম যোগাযোগ হয়।

হঠাৎ একদিন তার ফোন পেলেন। ২. আপনার বন্ধূটি আপনার সব খোঁজ-খবর নিচ্ছে, এমনকি আপনার বাবা-মা , ভাই-বোনেরও। ৩. চাকরি-বাকরি কিছু করছিস ? ৪. তোকে নিয়ে কাল এক জায়গায় যাব ! অথবা, ৫. তোকে নিয়ে কাল একটা সেমিনারে যাব ! ৫. কোথায়" এই প্রশ্নের জবাবে, আরে আসলেই দেখতে পারবি ! ৬. আপনার মনে তখনই উঁকি দিল এবং জিজ্ঞেসও করে ফেললেন "ডেস্টিনি" ? ৭. উত্তরে .... আরে নাহ অত:পর, আপনি গেলেন (মতিঝিল, মালিবাগ (হোসাফ টাওয়ার, তার পাশের বিল্ডিং ইত্যাদি ইত্যাদি- এগুলা হইল কমন)........ যখনই দেখলেন দড়ি পরা সুবিশাল কর্মী বাহিনী, তখন আপনার আর বুঝতে বাকি রইল না, আপনি কিসে পাড়া দিয়েছেন !! কিন্তু, কি আর করা। এসেছেন যখন, ঢুকতে তো হবেই। চক্ষু লজ্জা বলে কথা, যেটা তেনাদের নাই ! তার উপর আপনার বন্ধু ২০ টাকা দিয়ে যখন টিকিট কিনে ফেলেছে! বস্তা পচা কল্পকাহিনী শুনে বিষন্ন আপনি বের হলেন, তারপরও নিস্তার নেই।

এবার আপনাকে কারখানায় নিয়ে গিয়ে ব্রেন ওয়াশের পালা। কোন কোন ক্ষেত্রে সেমিনারে যোগ না দিয়েই সরাসরি আপনাকে কারখানায় নেয়া হবে। ব্রেন ওয়াশ করবেন, সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে তরতর (!) করে উঠে যাওয়া একঝাঁক সুদক্ষ দড়ি বাহিনীদের কোন একজন। আপনি যদি নাদান বান্দা হন, তাহলে তো আরো দক্ষ একজন আসবে। এভাবে আপনাকে বুঝানোর পর বের করবে এন্ট্রি ফর্ম।

সম্ভবত ১২ টাকা দাম। সাথে আবার ১০০ টাকা জমা। বেশি লজ্জা থাকলে আপনি ১০০ টাকা দিয়ে পরে জানাবেন বলে চলে আসবেন। লজ্জা-শরম না থাকলে (আমার মত) উল্টা-পাল্টা প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে বেরিয়ে আসবেন। টাকা তো দূরের কথা।

আর যদি এক থেকে দুই বছরের মাথায় নোয়াহ কিংবা ভক্সি গাড়ির মালিক হতে চান, কিংবা সস্ত্রীক/ সজামাই মালয়েশিয়া, থাইল্যান্ডে হানিমুন করতে চান তাহলে আমি বলব ডেস্টিনিতে যোগ দিন (!) শুধু একা যোগ দিবেন না, দলে দলে , জামাতের সাথে পিতা-পুত্র, বন্ধ-বান্ধবী সহ যোগ দিন। দুই জাহানেরই লাভ হবে !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.