আমাদের কথা খুঁজে নিন

   

ডেস্টিনির (অ)ভদ্র লোকটাকে আজ চিনিলাম এবং ...



(ডেস্টিনি প্রেমীরা (বাটপার রা) ১০০ হাত দূরে থাকুন,চুলকানী,খাউজানি ও খোচ পাচরা হইবেক, ডেস্টিনি ছোয়াচে রোগ জানেন তো... ) কিছুদিন আগে ১বন্ধুর মাধ্যমে এক (অ)ভদ্র লোকের চাথে পরিচয় হয়। বন্ধুটি লোকটাকে হাসিমুখে "বিজনেস ম্যাগনেট" বলিয়া পরিচয় করিয়ে দেয়। যাই হোক, তখনও আন্দাজ করি নাই,আসলে লোকটা কি করে। যাই হোক,তিনি আমাকে কোন কার্ড ফার্ড না দিলেও,আমার ভিজিটিং কার্ড লইয়া যায়। (আমিও নতুন করা ১খান কার্ড তাকে দেই, ভাবস এর সহিত )।

তিনি বলেন,আমার সাথে উনার কথা আছে,পরে আলোচনা করবেন। আমি ভাবছিলাম আমার ভালোর জন্যই ... গতকাল সালায় সকাল ৭ টায় আমারে ফুন, সেহেরি খাইয়া তখনও ঘুমাই নাই। (আসলে আমি সকাল ৮ টা থেকে ২টা ঘুমাই)। যাই হোক, তাকে বলি ১০টায় ফোন দিতে। নাছোড়বান্দা সালায় কয় ৮ টায় আসি, ভদ্রতার খাতিরে সায় দিলাম।

না ঘুমাইয়া জাগিয়া রহিলাম,আন্দাজ করিলাম, সালায় যদি ডেস্টিনি হয়,তাইলে কতধানে কত চাল আইজ বুঝামু। ৮টা ২০ এ তিনি আসিলেন, টাই আর বেগখানা দেখিয়া ১০০% শিওর হইলাম ডেস্টিনি। ভাবখান ধিরিলাম, আমি ডেস্টিনি নাম কুনুদিন শুনিই নাই। (কুসল বিনিময়ের পর) সালায় বেগখুলিয়া কাগজ বাহির করিল। দেখি বেগের ভিতর ডেস্টিনির কাগজে ভরা।

কলমটাও ডেস্টিনির। তিনি খাতা বাহির করিলেন। কথপোকথনঃ সালাঃ আচ্ছা ভাই,মানুষ তো সবসময়ই নিজের লাভ খুজে,তাই না? [আমি তেনা পেচান শুরু করলাম] আমিঃ নাহ, তাইলে ওনি মানুষ না। প্রকৃ্ত মানুষ নিজের লাভ খুজে না, সে দেশ ও দশের ভালো করার চেষ্টা করে। সালাঃ যাক, ভালো উত্তর।

আমি আজ আপনাকে দেশ ও দশের ভালো করার ১টা রাস্তা দেখাব। [মুনে মুনে কই,সালায় তো বিরাট চিটার ] আমিঃ হুম, দেখান। ত সালাঃ আপনি ১টা দোকান থিকা চাল কিনেন, আপনার মাধ্যমে আপনার বন্ধুও ঐ দোকান থেকে চাল কিনে,দোকানদার আপনাকে বিনিময়ে কিছু টাকা দেয়, বিষয় টা কেমন ? আমিঃ কেন? দোকানদার আমাকে টাকা দিবে কেন? আমি কি দালাল নাকি? সালাঃ না,দালাল না। যদি দেয় তাহলে কেমন হবে? আমিঃ ভালো হবে না, টাকা আমাকে দেয়ার কি দরকার? যে কিনল তাকে দিয়া দিলেই তো হয়,মানে ঐ পরিমাণ টাকা কম রাখবে। আর, আমি যদি টাকা নেই, তাইলে তো আমি আমার বন্ধু কে ঠকাইলাম।

সালাঃ ঠকালেন কোথায়? আপনি আপনার লাভ দেখবেন না? আমিঃ তাইলে তো মাই দালাল, সালাঃ আচ্ছা,আপনি চুপ থাকেন। আমাকে বলতে দেন। আমিঃ আচ্ছা বলেন। সালাঃ কেউ ১ মণ চাল আপনার মাধ্যমে কিনলে আপনি ১০০ টাকা পান, আপনার ১০০ জন পরচিত মানুষ, যাদের মাসে ২ মণ চাল লাগে তারা যদি মাসে ২ মণ করে চাল কিনে, তাহলে আপনি পাবেন (১০০ জন x ১০০টাকা x ২মণ = ২০০০০ টাকা প্রতি মাসে !!!!!!!!!!) আমিঃ হুম, ঠিক আছে। সালাঃ তারপর, ঐ ১০০ জনের প্রতিজনের যদি ৫০ জন লোক থাকে যারা ২ মণ চাল মাসে কিনে, তাদের জন্যও যদি ১০০ টাকা করে পান তাহলে কত হয় ??? আমিঃ আপনে হিসাব করেন।

সালাঃ ১০০ জন x ৫০ জন x ১০০ টাকা x ২ মন = ১০ লাখ টাকা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আর আগের ২০০০০ টাকা তো আছেই !!!! মানে, মাসে ১০ লাখ ২০ হাজার টাকা [আমি খেয়াল করি আমার মাথা কেমন যানি টাল টাল লাগে] আমিঃ কন কি !!!! সালাঃ তাহলে বিজনেস টা ভালই, কি বলেন ? আমিঃ বিজনেস না, বলেন দালালি। যাই হোক, আমি আছি ...... আমি চাল এর দোকান দিব। এর চাইতে অনেক বেশি লাভ হবে তাইলে। এইবার আসল ঘটনাঃ বুঝতে পারলাম, এইসব মূলা বুঝ দিয়া ই তারা সহজসরল মানুষ গুলারে ভুদাই বানায়। তিনি আমাকে তার জিনিস বুঝাইলেন।

আমি কিন্তু চাল এর দোকান দিতে অনর। তিনি আমাকে ডেস্টেনির কিছু প্রোডাক্ট নাইজেলা না ফাইজেলা বিক্রির কথা বললেন। পাশাপাশি উজ্জল ফিউচার, টেকা/পয়সা, গাড়ি, বাড়ি আরো মেলা কথা। এমন স্বপ্ন দেখায়, মনে হয় কালকাই তো আমি কোটিপতি হই যাইতাচি । আমার ১ কথা, আমি নাইজেলা টেলা সেল করতে পারুম না, আমি যত মানুষ রে চিনি সবাই চাল কিনে খায়ও ।

১ লাখ লোক আমার দুকান থিকা চাল কিনবে। , কিন্তু, নাইজেলা খায় বা কিনে আমি এমন কাউরে চিনি না তাই, আমার পক্ষে নাইজেলা বিক্রি করা পসিবল না। ___________________________________________ বেচারা চাপের মুখে ১বার ও ডেস্টিনিতে ভর্তির কথা বলতে পারে নাই। ইফতারের আগে আগে তারে ছাড়ছি আমি। অনেক অনেক কথা হইচে, সটকাটে কইলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.