আমাদের কথা খুঁজে নিন

   

বিহারের শিক্ষকদের বিনামূল্যে খাদ্য কর্মসূচি বর্জন

গত সপ্তাহে বিহারে ‘মিড ডে মিলে’র খাবার খেয়ে ২৩ শিশুর মর্মান্তিক মৃত্যুর পর শিক্ষকরা এ সিদ্ধান্ত নিলেন। বিহারের প্রায় ৩ লাখ প্রাখমিক স্কুলের শিক্ষকরা এ কর্মসূচি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বর্জন কর্মসূচি। প্রাথমিক স্কুল শিক্ষকদের অ্যাসোসিয়েশনের প্রধান বি শর্মা একথা জানিয়েছেন। বিবিসি এ খবর দিয়েছে।

‘মিড ডে মিল’ কর্মসূচির আওতায় স্কুলে শিশুদেরকে বিনা পয়সায় দুপুরের খাবার সরবরাহ করা হয়। বিহার সরকার এ কর্মসূচির মধ্য দিয়ে ‘খাদ্যের বিনিময় শিক্ষা’র বড় ধরনের কর্মসূচি পরিচালনা করছে। এ প্রকল্পের আওতায় আনা হয়েছে দেশব্যাপী প্রায় ১২ লাখ স্কুলের ১২ কোটি শিশুকে। ভারতে স্কুলে পড়ুয়া শিশুদের অর্ধেকই পুষ্টিহীনতার শিকার হওয়ার কারণে এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ানো যাবে বলে মনে করেন দেশটির শিক্ষাবিদরা। কিন্তু সরবরাহ করা খাবার প্রায়ই অস্বাস্থ্যকর হয়ে থাকে।

গত সপ্তাহে ভারতের অন্যতম জনবহুল ও দরিদ্র রাজ্য বিহারের সারান এলাকায় একটি স্কুলে দুপুরের খাবার খেয়ে ৫ থেকে ১২ বছর বয়সী ৪৭ জন শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে হাসপাতালে ২৩ জন মারা যায়। তাদের খাওয়া ওই খাবারের নমুনা এবং এতে ব্যবহৃত তেল পরীক্ষা করে কৃষিকাজে ব্যবহৃত উচ্চমাত্রার কীটনাশক পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানায়, স্কুলটির অধ্যক্ষ মীনা কুমারীকে দায়িত্বে অবহেলার সন্দেহে এখনো খুঁজছে পুলিশ। ২৩ শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিহারের নাওয়াদা এলাকায় সরকারি একটি স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষকদের ওপর চড়াও হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।