আমাদের কথা খুঁজে নিন

   

তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় তুরস্কের ইসলামপন্থী দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি যা একেপি নামে অধিক পরিচিত। তখনকার সময়ে বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য এবং কিছু নতুন রাজনৈতিক নেতাদের সম্মিলিত প্রচেষ্টা দলটিকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। ২০০২ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে দলটি ক্ষমতায় আসে এবং তখন থেকেই তুরস্কের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করতে থাকে।

দলটির শাসনব্যবস্থায় সন্ত্তষ্ট হয়ে তুরস্কের জনগণ ২০০৭ সালে পুনরায় ৪৬.৬ শতাংশ ভোট দিয়ে তাদের নির্বাচিত করে। বিগত ৮ বছরের শাসনামলে দেশের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বেকারত্বের সংখ্যা হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের কারণে তুরস্কে ইসলামপন্থী এ দলটির জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। তুরস্কের কুখ্যাত সংবিধাণ পরিবর্তনের জন্যও চেষ্টা করে যাচ্ছে এই দলটি। এই সাফল্যের ধারাবাহিকতায় গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকছেন একেপি প্রধান রেচেপ তাইপ এরদোগান। পাঁচ কোটিরও বেশি ভোটারের এই দেশে এরদোগানের একেপি পেয়েছে প্রায় ৫০ শতাংশ ভোট।

এরদোগানের তৃতীয়বারের মতো এ বিজয় কামাল আতাতুর্কের পর তুরস্কে তাকে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত করেছে। যদিও এ সংখ্যাগরিষ্ঠতা ৩০ বছর আগের সামরিক বাহিনীর কুখ্যাত সংবিধাণ বদলানোর জন্য যথেষ্ট নয়। নির্বাচনে জয়লাভের পর এরদোগান বলেছেন, তিনি নতুন সংবিধানের ব্যাপারে বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলবেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে তিনি আরো বলেন, জনগণ তাদের ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছে, সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তুরস্কের এই দলটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার উদ্দেশ্য একটাই।

আমাদের দেশে যেসব ইসলামপন্থী দল আছে তারা যেন এই দলটির কাছ থেকে শিক্ষা নেয়। যদিও আমি রাজনীতি করি না তারপরেও আমি একটা স্বপ্ন দেখি। খুব সাধারণ একটা স্বপ্ন। আমাদের দেশে যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন তারা তাদের দলগুলো ভেঙ্গে দিয়ে সমাজের সকল স্তরের সকল পেশার মানুষকে (অবশ্যই যারা ইসলামিক শাসনব্যবস্থা চায়) নিয়ে শুধুমাত্র একটি দল গঠণ করুক, সাফল্য আসবেই ইনশাল্লাহ্‌। তথ্যসূত্রঃ eng.akparti.org.tr en.wikipedia.org/wiki/Justice_and_Development_Party_(Turkey) bangla.irib.ir  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.