আমাদের কথা খুঁজে নিন

   

আগামীকাল দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ

কোন রকমে টিকে থাকা শেষ, বেঁচে থাকার শুরু.... আগামীকাল ১৫ জুন, পূর্ণ চন্দ্রগ্রহণ। গ্রহণটি দেখা যাবে বাংলাদেশের সর্বত্র। রাত ১১টা ২৪ মিনিটে শুরু হবে গ্রহণের উপচ্ছায়া পর্যায়। আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে ১২টা ২৩ মিনিটে এবং চন্দ্রগ্রহণের পূর্ণতা পাবে রাত ২টা ১২ মিনিটে। চন্দ্রগ্রহণটি ১০০ মিনিট স্থায়ী হবে।

পূর্ণগ্রহণটি শেষ হবে ভোর রাত ৪টা ২ মিনিটে এবং ভোর রাত ৫টায় শেষ হবে এর শেষ উপচ্ছায়া পর্যায়। অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাহজাহান মৃধা বেনু জানান, এবারের পূর্ণ চন্দ্রগ্রহণটি ২০১১ সালের প্রথম চন্দ্রগ্রহণ; বছরের দ্বিতীয় গ্রহণটি হবে ১০ডিসেম্বর। তবে ১৫ জুনের পূর্ণ চন্দ্রগ্রহণটি জ্যোতির্বৈজ্ঞানিক দৃষ্টিতে অনেক তাৎপর্যপূর্ণ। কারণ পৃথিবীর ছায়ার কেন্দ্রে চাঁদ প্রায় ১০০ মিনিট অন্ধকারাচ্ছন্ন থাকবে। এর আগে এরকম অবস্থায় পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছিলো ২০০০ সালের ১৬ জুলাই।

পরবর্তী এরকম পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২০১৮ সালের ২৭ জুলাই পর্যন্ত। দেশব্যাপী পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের জন্য দেশের বৃহত্তম বিজ্ঞান ক্লাব অনুসন্ধিৎসু চক্র ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দেশের কেন্দ্রীয় পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রাঙ্গনে। ক্যাম্পটি শুরু হবে আগামীকাল বিকাল ৪টা থেকে। ক্যাম্পটি সারারাত পরিচালিত হবে।

ক্যাম্পটি সবার জন্য উন্মুক্ত। এই ক্যাম্প থেকে ছবি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হবে। ঢাকার কেন্দ্রীয় পর্যবেক্ষণ ক্যাম্পটিতে অপটিক্যাল টেলিস্কোপ ছাড়াও দেশে প্রথমবারের মতো রেডিও টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণের সকল ব্যবস্থা নিয়েছে অনুসন্ধিৎসু চক্র। রেডিও টেলিস্কোপের সকল কার্যক্রমও উন্মুক্ত থাকবে সাধারণ দর্শনার্থীদের জন্য। ক্যাম্পে হ্যাম রেডিও এর মাধ্যমেও প্রচার করা হবে জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য।

আগ্রহী সকলকে বিকাল ৪টার মধ্যে উক্ত স্থানে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। এছাড়াও দেশের ১২ টি পৃথক স্থানে আয়োজন করা হবে পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশের এ চন্দ্রগ্রহণ ক্যাম্পের তথ্য, ভিডিও, ছবি সরাসরি প্রচার করবে http://www.astronomylive.com ওয়েবসাইট। চন্দ্রগ্রহণ সম্পর্কিত ছবি ও তথ্যের জন্য সবাইকে এই ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে: অনুসন্ধিৎসু চক্র, ৪৮/১,দক্ষিণ মুগদাপাড়া, ঢাকা-১২১৪, ফোন:৭২৭৫৮৮৫, ০১৮১৯৯২৬১৬০,০১৬৮০০৮১৯৫৪। ইমেইল: ইভেন্ট লিংক : পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প ফেসবুকে অনুসন্ধিৎসু চক্রের পেইজ : অনুসন্ধিৎসু চক্র অনুসন্ধিৎসু চক্রের ওয়েব সাইট: http://www.achokro.org/  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।