আমাদের কথা খুঁজে নিন

   

কিছুক্ষণ কিছু কথা

A Time to Talk Robart Frost When a friend calls to me from the road And slows his horse to a meaning walk, I don't stand still and look around On all the hills I haven't hoed, And shout from where I am, 'What is it?' No, not as there is a time talk. I thrust my hoe in the mellow ground, Blade-end up and five feet tall, And plod: I go up to the stone wall For a friendly visit. কিছুক্ষণ কিছু কথা রাস্তার ওপাশ থেকে আমার বন্ধু যখন ডাকলো আমায়, ঘোড়ার রাশ ধরে ওটাকে থামিয়ে দিল। তখনো অনেক কাজ বাকি রয়ে গেছে আমার, ঢিবির ওপাশটা নিড়ানি দিয়ে শেষ করতে পারিনি। এখান থেকেই উঁচু গলায় জানতে চাই, ‘’কী হয়েছে?’’ না, এখন কথা বলে সময় নষ্ট করার সময় নয়। তবুও নিড়ানির মাথাটা নরম মাটিতে বিঁধিয়ে রাখি। তারপরে ধীর পায়ে এগিয়ে যাই পাথরের উঁচু দেয়ালটার কাছে। উঠে বসি ওটার উপরে, বন্ধুর সাথে দুটো কথা বলার জন্য। ১৩ জুন, ২০১১।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।