আমাদের কথা খুঁজে নিন

   

কিছুক্ষণ

নদীতীরের বাতাস কেমন যেন ঘোলাটে হয়. আঠা আঠা- যেন মমতায় জড়ানো. নোংরা টং দোকানের পলেথিনের চালে বাতাসের পত পত শব্দ হয়. দিগন্ত জোড়া আকাশ মেঘলা- যেন জীবনের সন্ধিক্ষণের কথা বলতে চায়. -একটা সিগারেট খাওয়া -টাকা নাই কেউ একজন গালিগালাজ করে গোল্ডলিফের টাকা দেয়. -দোস্ত বেনসন খাই -পিছে নাই ট্যানা,পোলাও দিয়ে ভাত খানা. বেনসন চলে আসে. কর্ণফুলীর বুকে ঘোলাটে পানি- তারচেয়েও ঘোলাটে আমাদের মন- উকিঁ দেয়,ধরা দেয় না. নৌকায় উঠ বসি- সাঁতার পারি না, থই থই পানি যেন জীবনের অকুল আকুতি. নদীর ওপাশেই চায়ের দোকান- ঘোলাটে বাতাস- পলেথিনের পত পত শব্দ- দুধ মালাই চা. -সিগারেট খাওয়া -টাকা নাই -নে গোল্ডলিফ খা -আমি বেনসন খাই -বেনসন লাইট,মুল্য আট টাকা. নিউমার্কেট আসতেই- -আমি আজ যাই. -থাক,আরো কিছুক্ষণ -পরে যা আড্ডা জমে যায়. বুঝে উঠার আগেই সময় শেষ. একসময় সব থেমে যায়- বাতাসে বহুদুরের ঘোলাটে গন্ধ পাই- কর্ণফুলীর ঘোলাটে বাতাস- মমতায় জড়ানো.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।