আমাদের কথা খুঁজে নিন

   

তারা মূলা দেখাচ্ছে...... আমরাও দেখছি............. ... আসুন, হাসতে হাসতে দেখি..

আমি কোনকিছুই সু-ভাবে প্রকাশ করতে পারি না। তত্ত্বাবধায়ক সরকার একটি মূলার নাম। মূলা তারা দেখাচ্ছেন। আর আমরাও দেখে যাচ্ছি। দেখি না কি হয়।

আওয়ামী লীগ মজা করার জন্যই হঠাৎ এই পদ্ধতি নিয়ে আসে। এবং জনগনের কথা মাথায় রেখে (যাতে করে তাদের সীমাহিন কষ্ট হয়) তারা ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৬ সালে মোট ৯৬ দিন মজা করে। ২০০৬ এর ডিসেম্বরে রাজপথে বাংলাদেশ দেখেছিল হোলি উৎসব। আওয়ামী- জামায়াত রাজপথ কাপিয়ে দিয়েছিল কি জন্য বলেন তো দেখি??? হুম, সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়েই। ২০১১ সাল........... এখানেও সেই প্যাচাল আবার।

পার্থক্য এবার বিএনপি জনগনের কথা ভাবছে। তো ১৭ বছর ধরে, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় (যেটা ক্ষমতায় যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ জনগনের জন্য নয় কিন্তু) নিয়ে দুই মহিলা এবং তার দল বেশ চিন্তিত। জনগনের কি হলো ভাবার সময় কই তাদের আর। আসুন, দেখতে থাকি কতদিন চলে আর এই প্যাচাল। অবশ্য এটা স্বাভাবিক।

যেই জাতি ৪০ বছরেও ঠিক করতে পারে নি তাদের স্বাধীনতা যুদ্ধের ঘোষক কে, তাদের জন্য এটা আর নতুন কি??????????? আসুন, আমরা দেখতে থাকি তামাশা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.