আমাদের কথা খুঁজে নিন

   

সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম রাখা হবে বিশ্বাসঘাতকতা

বাহাত্তরে সংবিধানে ফিরে যাবার প্রতিশ্রুতি দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু এখন তাঁরা মৌলবাদী শক্তির সাথে আঁতাত করে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতির সাথে সাংঘর্ষিক বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বহাল রাখার প্রস্তাব সংসদে দিয়েছে। এই সাম্প্রদায়িক বিধান সংবিধানে বহাল রাখা হলে মুক্তিযুদ্ধের চেতনা এবং জনগণের ভোটের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। আওয়ামী লীগ বিশ্বাসঘাতকের দল বলে চিহ্নিত হবে। আর বাংলাদেশ পরিণত হবে মৌলবাদী জঙ্গি শক্তির নিরাপদ আস্তানায়। শনিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ কথা বলেন প্রগতিশীল ৭টি সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, সংবিধানে সামপ্রদায়িক বিধানসমূহ বহাল রাখা হলে এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে প্রতিশ্রুতির বরখেলাপ করা হলে আগামীতে জাতীয় সংসদ ঘেরাওসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.