আমাদের কথা খুঁজে নিন

   

একটি অমর প্রেম কাহিনী – (আরবান লিজেন্ড)

প্রিয় বিষয় মিউজিক ও সাইকোলজি । সব কিছু নিজে নিজে বিশ্লেষণ করতে ভালো লাগে (১) স্যারের আজ কিছুই ভালো লাগছে না । মাত্রই শিক্ষক হয়েছেন, কিন্তু দেশের যা অবস্থা তাতে খুব কম ক্লাসই তিনি পেয়েছেন । সামনেই একটা সরকারী ছুটির দিন আছে, যেটাকে ইতোমধ্যেই দ্বিতীয় ভালোবাসা দিবস বানিয়ে ফেলেছে কচি কচি ছেলেমেয়েরা । আকাশ বাতাস তাদের ভালোবাসার গল্পে মুখর হয়ে থাকবে ।

এই অবস্থায় কাজে মন বাসানো খুবই কষ্টকর । তাছাড়া ক্লাসের এক ছাত্রের মায়াময় মুখও বারবার ভেসে উঠছে তার মানস্পটে। আহা – আর কতদিন জানি ওই চেহারাটি না দেখে থাকতে হবে । হঠাতই তিনি ফোন লাগালেন ক্লাসের সিআরকে । - এই শুনো , তোমাদের এই রবিবার ক্লাস নেব আমি ।

সবাইকে জানিয়ে দিয়ো । - কিন্তু স্যার, রবিবার তো ছুটি ! - ব্যাপার না, ক্লাস হবে । ওহো, .......আর শুনো, ক্লাসের সুন্দর করে দেখতে, স্বাস্থ্য ভালো ছেলেটার নাম কি ? - আপনি কি টসু মিয়ার কথা বলছেন স্যার ? -হুম্ম । টসুই হবে হয়তো ওর নাম । ছেলেটা ভালোই ।

- জি স্যার, ভালোই । - ওর নাম্বার আছে তোমার কাছে ? -জি স্যার, আমি আপনাকে মেসেজ করে দিচ্ছি । - আচ্ছা এতো ভালো একটা ছেলে থাকতে তুমি সিআরের দায়িত্ব কষ্ট করে করো কেন? টসুকে দিয়ে দিলেই তো পার । - জি স্যার আমি ওকে বলব । কেটে যায় লাইন, আর চিন্তার সাগরে ডুবে যান স্যার ।

টসু....টসু....টসু .... আহা কি সুন্দর কোমল একটি নাম । যেন ‘ট’ বর্ণটি বিধাতা বানিয়েছেনই ওর নামের জন্য। এই টসুকেই লাগবে তার বাংলার বুকে স্বর্গের একখন্ড ছবি আকার জন্য । (২) গভীর রাত, স্যারের মোবাইলে হঠাত সিআর টসুর কল। - স্যার, কালকে কি ক্লাস নিবেন ? - হুম্ম, তবে নয়টায় নয়, এগারোটায়।

এগারোটায় ট্র্যান্সফার করো ক্লাসটা । - জি স্যার , আমি সবাইকে বলে দিব । (নিঃশব্দ) -স্যার............... - হ্যা বলো টসু -আপনার শরীরের একটু যত্ন নেবেন স্যার, দিন দিন তো ভেঙ্গে যাচ্ছেন আমাদের ক্লাস নিতে নিতে -কিযে বলো না ! তবে সবার কি আর তোমার মতো ফিজিক থাকে? সবাইকে তো আর দু হাত খুলে রূপ দিয়ে ভরিয়ে দেন না বিধাতা । -স্যার আপনিও কিন্তু কম সুন্দর না । পড়া বুঝিয়ে যখন আপনি তাকিয়ে থাকেন তখন আপনার জ্বলজ্বলে চোখজোড়া, আপনার ফর্সা মুখটি দেখে আমার বুক এক সেকেন্ডের জন্য থেমে যায় ।

মনে হয় যেন সারা জীবন আপনার চোখে চোখ রেখে কাটিয়ে দেই । .........রাত গভীর হতে থাকে, টসু এবং স্যারের আলাপ গাড় থেকে গাড়তরো হয় । এভারেস্ট , গিরিখাদ, ধরণীর প্রতিটি প্রান্তে পৌঁছে যায় তারা , কোণা থেকে কোণায় অনুভূতি খেলা করতে থাকে, কি যেন ঐন্দ্রজালিক মোহের নেশায় পেয়ে বসেছে তাদেরকে আজ । (৩) এক শান্ত আবহাওয়ার দিন । কিন্তু আজ যে সে দিন না ।

আজ স্যার এবং টসুর মেলাবন্ধনের দিন, কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার দিন আজ । একজনের ঘাড়ে আরেকজনের চুমোই আজ যথেষ্ট নয় । একজন যেনো আরেকজনের দেহ থেকে অ্যাক্সের গন্ধ শুষে নেবে আজ । ঝড় বইতে থাকে । ঠান্ডা পরিবেশ ছাপিয়ে বাইরেও বৃষ্টি শুরু হয় ।

কিন্তু ভিতরের এই ঝড়ের থেকে তা শক্তিশালী কখনোই নয় । (৪) পদ্মায় জল গড়িয়ে যায়, কিশোরীর মন ভাঙ্গে, চোখের সামনে থেকে অনেক কিছুই আড়ালে হারায়। আজো টুয়েটে ক্লাস বন্ধ হয় । সময় বদলায়, বদলায় না টুয়েটের নীতি, বদলায় না টুয়েটের ক্যাম্পাসে আছড়ে পড়া বৃষ্টির শব্দ , বদলায় না এই ক্যাম্পাসের এক প্রেমিকযুগল। ক্লাসের ব্রেকে আজও এই প্রেমিকযুগল পরস্পরের কোমরে হাত রেখে ক্যাম্পাসের রাস্তায় হেঁটে চলে যায় জগত সংসারের প্রতি উদাসীনভাবে, যেন অনন্তকাল তারা এভাবে হেঁটে যাবে স্বর্গের এই পথ ধরে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.