আমাদের কথা খুঁজে নিন

   

সামু ব্লগে কি এমন নিক থাকতে পারে?? এর নাম সাম্প্রদায়িকতা না কি অন্যকিছু??

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই উপরের এই বক্তব্য কি প্রমান করে? মুসলমানদের মানে একটা ধর্মে বিশ্বাসীদের বেক্কল প্রাণী বলে গালি দেয়ার মানে কি ? এরকম কথা বার্তা বলে সাম্প্রদায়িকতা ছড়ানো'র মানে কি? নাকি এটাকে সাম্প্রদায়িকতা বলে না????? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি না? এ নিয়ে আলোচনামুলক এই Click This Link পোস্টে, শুধু এটুকুই নয়, আলবার্ট আইনষ্টাইন নামের ব্লগারের এমন মন্তব্যের সমর্থনও সে করে এভাবে, নিজ দেশের গরীব মানুষদের এরকম অবজ্ঞা এবং মুসলমানদের এভাবে গালি দেয়া ব্লগারের কি পরিনতি হওয়া উচিৎ???? তার এই মন্তব্যের পর ব্লগে তার উপস্থিতি থাকতে পারে কি না? সাধারন ব্লগাররা ভেবে বলুন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.