আমাদের কথা খুঁজে নিন

   

একান্তে ভাবনা

সম্ভাব্য সকল সম্ভাবনার পাহারাদার কা্লকে বাড়ি যাচ্ছি। চাপা একটা আনন্দ, আর কেমন একটা ভালোলাগা - যেটা প্রতিবার ই feel করি এবারও হচ্ছে। কাজের ফাঁকে মাঝে মধ্যেই আগের দিনগুলোর স্মৃতিতে ডুবে যাই। খারাপ লাগেনা, কিন্তু হালকা একটা কষ্ট মন দুর্বল করার চেষ্টা করতে থাকে। দিন সবসময় একরকম থাকেনা- এটা অনেকসময় বুঝতে ইচ্ছা করেনা।

বড় হওয়ার জন্য জীবনে অনেক ব্যথায় সহ্য করছি, অনেক কষ্টই করছি,,,,, কখনো যদি বড়ও হতে পারি- তবুও কিছু কষ্ট ত থেকেই যাবে। যাক, কিছু পেতে হলে তো কিছু বিসর্জন দেয়াই লাগে। জীবন নিয়ে কি জুয়া খেলছি, নাকি ....... বুঝতে পারছিনা। জিতলে সর্ণশিখরে, আর অন্যরম কিছু হলে পদতলে ..... তাই ভাবছি, চালিয়ে যাব নাকি ইস্তফা দেব.। ।

। তবে সান্তনা একটাই যে, আমি হারতে শিখিনি। । । ।

। ভাগ্য যেদিকে নিয়ে যাচ্ছে যাই- দেখি, কি রেখেছে ভাগ্য আমার জন্য । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।