আমাদের কথা খুঁজে নিন

   

একান্তে অনুভবে

আমার অনেক কিছুই বলার আছে তোমাকে। সূর্যাস্তের দিকে তাকিয়ে ভাবি এইতো সময়। দিগন্তের লাল রং মনের গহিনে নিউরনের মতো সূক্ষ বিক্রিয়া করে কাদামাটি করে দেয়। কিংবা বসন্তের ভোরবেলা বারান্দায় এসে দাড়ালে যেমন সমস্ত দিনের অনুপ্রেরনা পাওয়া যায়। তেমনি সময়গুলোতে ভাবি এখনই সময়। আমার মনের যে একান্ত কথা তোমাকে বোঝাতে পারিনি সহস্র কথাতেও। আজ কখনো কখনো নিথর সাগর যখন ঢেউ ভাঙ্গা শুরু করে, ঢেউ নিয়ে খেলা শুরু করে, আমি মনে আশা বাধি, ভাবি সূর্য দিগন্তে পৌছাবার আগেই তোমাকে নিয়ে মিহি বাতাসে ভাসবো , লতায় মোড়ানো বারান্দায় পাশাপাশি দাড়িয়ে থাকবো অনুভবে , হয়ত ক্ষনিকেই বুঝে যাবে তুমি কিংবা সেই আদিম আবেগে আবারও ক্ষ্যান্ত হব আমি বারংবারের মতোই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।