আমাদের কথা খুঁজে নিন

   

"বেগম রোকেয়ার রচনা পঞ্জী"

"বেগম রোকেয়া'কে নিয়ে বিভিন্ন লেখক-সাহিত্যিক গণের লেখা গ্রন্থ" ১৯৩৭ সালে, শামসুন নাহার মাহমুদ এর লেখা, "রোকেয়া-জীবনী"। ১৯৬৫ সালে, মোশফেকা মাহমুদ এর লেখা, "পত্রে রোকেয়া পরিচিত"। ১৯৭৫ সালে সৈয়দ কানিজ শুগরা সাবজওয়ারী'র লেখা, "Begum Roquiah" (ইংরেজিতে)। ১৯৭৭-এ প্রকাশিত বন্দে আলী মিয়া'র "ছোটদের রোকেয়া"। "বেগম রোকেয়া" নামেই অনেকে লিখেছেন যেমন,- মোর্শেদ শফিউল হাসান,আব্দুল মান্নান সৈয়দ, মোতাহার হোসেন সুফী, লায়লা জামান, মো: শামুসল আলম, তাহমিনা আলম, সুতপা ভট্টাচার্য প্রমুখ।

১৯৯৩ সালে গোলাম মোর্শেদ প্রকাশিত "রাস সুন্দরী থেকে রোকেয়া"। বিভিন্ন পরতিকায় "বেগম রোকেয়া'র রচনার প্রকাশকাল" "পিপাসা"-১৩০৮/১৩০৯ (বাংলা)। "অলঙ্কার না Badge of Slavery"- ১৩১০। "নিরীহ বাঙালী"-১৩১০। বোরকা, আমাদের অবননতি, গৃহ, অর্ধার্ঙ্গী, রসনা পূজা-১৩১১।

"ঈদ-সম্মেলন", "সৌর-জগৎ"-১৩১২। আশা জ্যোতি- ১৩১৩। "নারী সৃষ্টি, সিসেম ফাঁক"-১৩২৫। চাষার দুক্ষু, এন্ডি শিল্প,-১৩২৮। রাঙ ও সোনা-১৩৩৩।

করিমুন্নেসা খানম সাহেবা, (লুকানো রতন), রাণী ভিখারিণী- ১৩৩৪। উন্নতির পথে-১৩৩৫। সুবেহ-সাদেক-১৩৩৭। হজ্বের ময়দানে-১৩৩৯। Educational Ideals for the Modern Indian Girls.-1931. "কবিতা রচনা" বাসী ফুল, শশধর-১৩১০ (বাংলা)।

প্রভাতের শশী, পরিতৃপ্তি, স্বার্থপরতা, নলিনী ও মুকুদ, কাঞ্চন জঙ্ঘা, প্রবাসী রবিন ও তাহার জন্মভূমি-১৩১১। "সওগাত"-১৩২৫। "আপীল"-১৩২৮। নিরুপম বীর'-১৩২৯। "রস"- রচনা" ভ্রাতা-ভগ্নী, পরী-ঢিবি, তিন কুঁড়ে, বলিগত্ত, অবরোধবাসিনী (৭টি ও ১০টি ঘটনা), বিয়ে- পাগলা বুড়ো।

"গ্লপ" Sultana's Dream-9105 পুরুষ সৃষ্টি অবতারণা-১৩২৭। মুক্তিফল-১৩২৮। "অন্যান্য রচনা" কূপমন্ডুপের হিমালয় দর্শণ, বায়ু যানে পঞ্চাশ মাইল, নূর ইসলাম, শিশু পালন, সভানেত্রীর ভাষণ, বঙ্গীয় নারী শিক্ষা সমিতি, বেগম ত'রজীর সহিত সাক্ষাৎকার, ধ্বংসের পথে বঙ্গীয় মুসলিম, নারীর অধিকার। -------o------- ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।