আমাদের কথা খুঁজে নিন

   

আহসান মন্জ্ঞিল: ইট-কাঠের জঞ্জালে ঘেড়া এক শৈল্পিক স্হাপত্য

oracle.samu@googlemail.com ঢাকায় বেড়াতে যাবার মত জায়গা এমনিতেই কম, তার উপর ট্রাফিক জ্যামের জন্য ঘন্টা খেনেকের দূরত্ব ও পুলসিরাত সম মনে হয়। ভাগ্য ভাল যে এখনও বেচেলর আছি, সুতরাং বৌ-বাচ্চার উটকো ঝামেলা এড়িয়ে হুট-হাট যেখানে-সেখানে চলে যাওয়া যায়। ঘুরে বেড়াতে পছন্দ করলেও, এর ধকল সামলাবার ভয়ে খুব একটা ঘোরা-ঘুরি হয় না। তবে এক বছরের প্রবাস জীবন থেকে যা ভাল কিছু শিখেছি তার মধ্যে ভ্রমণ অন্যতম। ট্রেস ঝড়ে ফেলে প্রাণশক্তি ফিরে পেতে ভ্রমণের বিকল্প খুব কমই আছে।

বিশেষ করে উইকেন্ডের 'ডে-ট্রিপ' গুলছিল আমার বিলেত জীবনের অন্যতম প্রিয় অনুসঙ্গ। তাই দেশে ফিরেও অভ্যেসটা পালটাবার কোন ইচ্ছে হয় নি। ধন্যবাদ সামু ব্লগার রিপেনডিল যার পোস্ট থেকে যাতায়াত, সময়সূচি ইত্যাদি প্রয়োজনী তথ্যে পেয়ে দেখে আসলাম পুরোনো ঢাকার নবাব বাড়ি আহসান মন্জ্ঞিল। উৎসাহীরা আহসান মন্জ্ঞিল সম্পর্কে বিস্তারিত জানতে উইকির সহায়তা নিতে পারেন। তাহলে চলুন ঘুরে আসি আহসান মন্জ্ঞিল আর ফ্রি হিসেবে পাশের বুড়িগঙ্গা ও দেখতে পারেন অবশ্য একে নদী না বলে বৃহদাকার নর্দমা বলাই শ্রেয়।

সুরম্য এই নবাব বাড়ির পাশের বুড়িগঙ্গা ও পুরন ঢাকার ইঠ-কাঠের জন্ঙ্গলকে বড়ই বেমানান লাগে। তাই সেগুলোর ছবি দিতে ইচ্ছে করছে না। যে ভাবে যাবেন: পুরন ঢাকার ব্লগাররা ত জানেনই ওটা কোথায় তবে অন্যরা যেতে চাইলে প্রথমেই পৌছে যান গুলিস্তান। গুলিস্তান মাজার থেকে মিরপুর-সদরঘাট গামী দিশারী পরিবহনে চলে যাবেন ইসলামপুর। সেখান থেকে হেটে অথবা রিকশায় পৌছতে পারবেন গন্তব্যে।

অথবা গুলিস্তান থেকে সরাসরি ৩০-৪০ টাকায় রিকশা ও নিতে পারেন। লক্ষনীয় : ১। বৃহস্পতিবার সাপ্তাহীক বন্ধ ২। শুক্রবার দুপুরের পড় খোলা ৩। নবাব বাড়ির মিউজিয়ামটিতে বেগ, কেমেরা নিয়ে প্রবেশ করা যায় না তবে এগুল রাখার ব্যাবস্থা আছে।

৪। ৫ টাকা মূল্যের প্রবেশ টিকিট দিয়েই মিউজিয়ামে প্রবেশ করতে পারবেন। ৫। বাড়ির উঠোনে সৃষ্ট বাগানে চাইলে ছোট-খাট ফেমিলি পিকনিক ও করতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।