আমাদের কথা খুঁজে নিন

   

আহসান হাবীব (সেই নদী)

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

তোমার কি মনে পড়ে সেই ছোট্ট নদীটি, যে-নদী আমরা দুপুরে নিত্য প্রচন্ড দুপুরে হাতে হাত বেঁধে সাঁতারে পারাপার হয়েছি এবং জোয়ারের জল কিছু তুলে এনে ছড়িয়েছি প্রত্যহ বাগানে? তোমার কি মনে পড়ে আমরা ক-জন আমরা সবাই বিকেলে উঠানের পূব পাশে আমলকির ছায়ায় দাঁড়িয়ে সেই নদী দেখতাম ভাবতাম কোনো অপরূপ নর্তকীর মতো সে যেন প্রত্যহ কোনো পরীর দেশের সুর বেঁধে নিয়ে পায়ের ঘুঙুরে আসে যায়; শীতে গ্রীষ্মে শরতে বর্ষায় ক্লান্তি তার ছিল না। এবং আমরা পরস্পর সেই সুসম্পন্ন ইতিহাস সগর্বে স্মরণ করে মুখর হয়েছি। এই নদী নদীর উজ্জ্বল তীর ঘেঁষে কবে হেঁটে গেছে আমাদের পিতা আর পিতামহ এবং তাদের প্রপিতামহের তৃপ্ত কাফেলা। তোমার মনে পড়ে আমরাও কজন আমরা সবাই সদলে মাঝে মাঝে সেই ছোট নদীটির স্বচ্ছ জলে গা ভাসিয়ে স্নান করে ঘাটে এসে বসেছি এবং দেখেছি শরীরে জ্বলে তরল রুপালি আভা... তৃপ্ত হয়ে তাকিয়েছি দূরে ঘাটের সমস্ত নৌকো পাল তুলে ঘাটে ফেরে দেখেছি, এবং প্রিয়জন সম্ভাষণে মুখর হয়েছি। তোমার কি মনে পড়ে সেই নদী যে-নদীর ঘাটে হাজার বত্সর ধরে আমাদের একান্ত স্বজন বহুজন ক্লান্ত মুখ ধুয়েছে এবং বিশ্রামের সব সুখ নদীর জলের মতো গায়ে মেখে ঘুমিয়েছে ? এখন সে-নদী বিদেশী বিচিত্র পালে রুদ্ধশ্বাস তীরে তার হাটে হাটে নতুন পশরা আমাদের আত্মীয়েরা এখন কাঞ্চন-মূল্যে সেই সব হাটে আজ কাঁচের খরিদ্দার উন্মাদ হাটুরে তারা, আহা এখন সে-নদী তার সেই আজন্ম লালিত মৃদু কলকন্ঠ হারিয়েছে উন্মাদ চিত্কারে। আর কী শীর্ণ চেহারা তার যদি দেখতে আহা তুমি দেখতে যদি চোখ মেলে তোমার তখন মনে হতো, ভাবনা হতো এই ভেবে; এই নদী আহা এই নদী যদি মরে যায় ঘাট যদি ঢাকা পড়ে ঘাসে আর জঙ্গলে, তখন আমরা অথবা আমাদের সন্তানেরা কোথায় সহজ স্নানে স্নিগ্ধ হবে, কোন ঘাটে ইচ্ছেমতো পা ছড়িয়ে বসবে তারা কোথায় কোথায় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।