আমাদের কথা খুঁজে নিন

   

আহসান হাবীব

নিজের জন্য সব গ্লাণী, সবার জন্য ভালোবাসা। আহসান হাবীব খ্যাতিমান কবি ও সাংবাদিক আহসান হাবীব ১৯৮৫ খ্রিস্টাব্দের ১০ জুলাই ঢাকায় ইন্তেকাল করেন। ১৯৩৫ সালে পিরোজপুর থেকে প্রবেশিকা পাস করে কিছুদিন বিএম কলেজে আইএ ক্লাসে অধ্যয়ন করেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে লেখাপড়া ত্যাগ করে কলকাতায় গিয়ে সাংবাদিকতা পেশা গ্রহণ করেন। আজীবন ওই পেশায়ই ছিলেন।

১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি তার জন্ম হয় পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে। কলকাতায় তিনি তকবীর (১৯৩৭), বুলবুল (১৯৩৭-৩৮) ও সওগাত (১৯৩৯-৪৩) পত্রিকায় কাজ করেন। দেশভাগের পর ঢাকায় এসে তিনি আজাদ, মোহাম্মদী, কৃষক, ইত্তেহাদ প্রভৃতি পত্রিকায় কাজ করেন। দৈনিক পাকিস্তানেও কাজ করেন। মৃত্যুর আগ পর্যন্ত অধুনালুপ্ত দৈনিক বাংলার সাহিত্য সম্পাদকের দায়িত্বে ছিলেন।

আধুনিক কাব্যধারায় এ কবির কাব্যচর্চা বাল্যকাল থেকেই। তার প্রথম কবিতার বই রাত্রিশেষে প্রকাশিত হয় ১৯৪৭ সালে। ছায়া হরিণ, সারা দুপুর, আশার বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, প্রেমের কবিতা তার অনন্য কাব্যগ্রন্থ। তার দুটি উপন্যাস অরণ্য নীলিমা ও রানী খালের সাঁকো বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। বাংলা একাডেমী ও একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার লাভ করেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।