আমাদের কথা খুঁজে নিন

   

তিনটি ছড়া

 উল্টা হাওয়ার ধুম লেগেছে বন্ধু তোমার গায়, আষারেরই গল্প লিখে দিনযে তোমার যায়/   ফুলকে তুমি ভুল বুঝো ভুলকে বুঝো ফুল, বন্ধু তোমার মতিগতি বুঝিনা এক চুল/   সকাল সন্ধ্যা তুমি নাকি রাস্তা ঘাটে হাটো, মাথার মগজ পানি করে অন্যকে জ্ঞান বাটো/ ###মুহাম্মদ-মুহিদ### তুমি মহান বিদ্যাপতি অনেক জ্ঞানী গুনি, চলতে পথে তোমার কত সুনাম আমি শুনি/   দিনে দিনে তুলে আনছো নিত্য নতুন তথ্য, তোমার আজব পাগলামির নাই কি কোনো পথ্য/   সত্য ছেড়ে অসত্যের জ্ঞান যে শুধু দাও, আসল ছেড়ে নকল পানে কেনো ফিরে চাও?! ###মুহাম্মদ-মুহিদ### সব ভুলে এবার তুমি ফিরবে নিজের ঘরে, এই আশাবাদ ব্যক্ত করে যাই তোমারই তরে/   আর কতবা করবে তুমি ভ্রান্ত ধারার সৃষ্টি, নিজেই তুমি বিভ্রান্ত সেদিকে দাও দৃষ্টি!   দয়া করে নিজের চাকায় নিজেই  তেল দাও, এবার তুমি ঘরের ছেলে ঘরে ফিরে যাও/ ###মুহাম্মদ-মুহিদ###

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.