আমাদের কথা খুঁজে নিন

   

তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে খালেদা জিয়র আমরণ অনশন দাবী

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে গরীবভূখাদের বিদ্রুপ কইরা ইন্ডিয়াতে শুরু হইছে অনশন অনশন আন্দোলন। জীবনে যাদের কোনোদিন না খাইয়া থাকতে হয় নাই, তারা কয়দিন না খাইলে সেইটা ইতিহাস হয়, মিডিয়া হয়, রাজনীতি হয় - আর তাদের মুখে, চোখে, কানের সকল ফুটো দিয়ে জুস, জল প্রবেশের জন্য সারা রাষ্ট্র ব্যতিব্যস্ত হইয়া পড়ে। কোটি টাকা খরচ কইরা সামিয়ানা টাঙায় দেয় আর সেইসব দেইখা আরো হাজার মানুষ বিশাল খানাখাদ্যের আয়োজন কইরা রঙতামাশা দেখতে বইসা যায়। আমাদের দেশে এত বড় বড় ঘটনা ঘটতেছে কিন্তু কোনো নেতানেত্রীরা কখনও অনশন খাইলো না। তত্ত্বাবধায়ক সরকার পুরা উগড়াইয়া ফেললো শেখ হাসিনা কিন্তু খালেদা জিয়া নাকে তেল দিয়া, পেট ফুলাইয়া গিল্লাই যাইতেছে।

কয়দিন অনশন খাইলে না হয় বুঝতাম সে সত্যিই দেশের মানুষের জন্য কিছু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আর আমরণ অনশন খাইলেও খালেদা জিয়ার বিন্দুমাত্র ক্ষতি হইবে না। এত বছর রাজনীতিবিদরা যে তেল চর্বি জমা করছে তাতে আরো কয়েক যুগ অনশন খাইলেও তাদের থলথলে চেহারার রোশনাই বিন্দুমাত্র কমবে না। তত্ত্বাবধয়াক সরকারের দাবীতে খালেদা জিয়া আমরণ অনশন শুরু করলে আমরাও দলে দলে অনশন খামু। প্রতিবেলা অনশনে আমরা হাজির বিরিয়ানি, নান্নার মোরগ পোলাও, স্টার কাবাব খাইয়া আন্দোলনে যোগ দিমু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।