আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাস মৌলবাদ ও জঙ্গিবাদের সঙ্গে আপস নেই - শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে ওসমানি স্মৃতি মিলনায়তনে দুদিনব্যাপী এশিয়া-প্যাসিফিক শানিত্ম সম্মেলনের উদ্বোধনকালে ঐক্যবদ্ধভাবে দারিদ্র্য, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে শানিত্ম প্রতিষ্ঠা করার আহ্বান জানান। তিনি বলেন, মৌলবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাস বর্তমান বিশ্বে শানিত্ম প্রতিষ্ঠার পথে প্রধান অনত্মরায়। শানিত্ম প্রতিষ্ঠার পথে মারাত্মক হুমকি হয়ে দেখা দেয়া এসবের সঙ্গে আপসের সামান্যতম সুযোগ নেই। প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচনে সম্মিলিত উদ্যোগের পাশাপাশি মৌলবাদ, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বির"দ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার মধ্য দিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শানিত্ম প্রতিষ্ঠার ওপর গুর"ত্বারোপ করেছেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শানিত্মর পৃথিবী নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কঠোর হসেত্ম এসব কিছু দমন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, একদিকে উন্নয়নশীল দেশের লাখ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটা"েছ। না খেয়ে থাকতে বাধ্য হ"েছ। অন্যদিকে অনেক উন্নত দেশ ‘মারণাস্ত্র’ এবং ‘মানব বিধ্বংসী অস্ত্র’ উৎপাদনে হাজার হাজার কোটি ডলার ব্যয় করছে। এটা সত্যিই একটি নিষ্ঠুর পরিহাস। তিনি বলেন, এই ধ্বংসাত্মক অস্ত্র উৎপাদনের পেছনে ব্যয় সামান্য কমালে বিশ্বের প্রায় ৯০ কোটি দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন সম্ভব।

তিনি এ ব্যাপারে বিশ্বের শানিত্মকামী মানুষদের আরো সো"চার হওয়ার আহ্বান জানান। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পিস কাউন্সিলের প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এমপি। বক্তব্য রাখেন ওয়ার্ল্ড পিস কাউন্সিলের প্রেসিডেন্ট মারিয়া সাকোরো গোমেজ, নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল, পাকিসত্মান পিস অ্যান্ড সলিডারিটির প্রেসিডেন্ট ড. নেসার আলী শাহ, অল-ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটির জেনারেল সেক্রেটারি কে. জাদব রেড্ডী, প্যালেস্টাইনের ড. আকেল তাকেজ. ভুটানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লায়নপো দাগো তিসারিং, ভারতের সীতারাম ইয়েচুরি, অস্ট্রেলিয়ার সু গিলবাই, ভিয়েতনামের ট্রেন ডাক লায়ো এবং দক্ষিণ আফ্রিকার সিয়াসিনজি আরচিনজি উইলফ্রেড। দারিদ্র্যকে শানিত্ম ও মানবতার প্রধান শত্র" উলেস্নখ করে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য ও শানিত্ম কখনো একসঙ্গে চলতে পারে না। শানিত্মর জন্য প্রয়োজন মানুষের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ।

এর জন্য প্রয়োজন মানুষকে দারিদ্র্যের বেড়াজাল থেকে মুক্ত করা। পাশাপাশি মৌলিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সরকার সে জন্যই দারিদ্র্য বিমোচনকে সর্বো"চ অগ্রাধিকার দিয়ে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য হ"েছ দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সাধারণ মানুষের মৌলিক অধিকার পূরণ করা। প্রধানমন্ত্রী অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়ে শানিত্ম প্রতিষ্ঠার জন্য নিম্ন আয়ের প্রতিবেশী দেশগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়াতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধ দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.