আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাস আর চাদাবাজি



আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। স্বাধীনতার জন্য আমদের লাখো ভাই তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছে বাংলা মায়ের এই ধরনিতে। স্বাধীনতা পরবর্তি দেশ পরিচালনা করতে গিয়ে নানা নকম সমস্যা হলেও প্রথমটা কিছুটা ভালো হলেও বর্তমানটা খুবই খারাপ। বর্তমানে বাংলার জনগন তাদের তাজা রক্ত ঢালছে হা এখনো। তবে তা বংলার স্বাধীনতা কিংবা বংলার সার্থ বা উন্নয়ন এমনিক বংলার স্বাধীনতা রক্ষার জন্যও না।

আমরা সকলেই অবগত যে বর্তমানে সন্ত্রাস, চাদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদির পরিমান বেরে গেছে। এটি কোন নতুন কথা না হলেও এখন তা চখে পরছে কারন ২৮/৬/২০০৯ তারিখের প্রথম আলোর সংবাদ ছিলো চাদাবাজরা নাকি কাওকে পরোয়া করছে না। তাছাড়া এখন প্রতি দিনকার সংবাদ পত্র টিভি ইত্যাদির মাধ্যমে খুন চাদাবাজি সহ রাজনৈতিক দলের ভিতরগত কোন্দল, গ্রুপে গ্রুপে মারামারি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত নানা রকম ভাবে দলিয় আসন দাবি ইত্যাদি চোখে পরার মতো। গত মাসে ৫০ লাখ টাকা না দেয়ায় শ্বশুর খুন। ২৬/০৬/২০০৯ তারিখে প্রকশ্য দিবালকে কাওরান বাজারে ৩ জন ব্যবসায়ী খুন মানুষকে ভাবিয়ে তোলে।

RAB,ডিবি,পুলিশের মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রন আগে থাকলেও তা এখতো নেই বরং সরাষ্ট্র মন্ত্রনালয়ের হুমকি ধামকিও কাজ করছেনা তাদর উপর। কিছু সুবিধা ভোগ লুভি মানুষ অর্থ খমতার লোভে রাজনীতি এবং দেশের নাম খারাপ করে যাচ্ছে। এর সংক্ষা বর্তমান সরকারের নিজ দলের ভিতর বেশি হলেও অন্য দলগুলিও যে ধুয়া তুলশি পাতা তানয়। কেও কম বা বেশি। আর যারা ভালো আছে তাদর রাজনৈতিক অপবাদ দিয়ে জনগনের নিকট খারাপ বনিয়ে রাখা হয়েছে।

তাই, আমরা এই দেশর নাগরিক হিসেবে রাজনীতি এবং দেশকে ঠিক করার দায়ীত্বও আমাদের। আসুন আমরা সন্ত্রস, চাদাবাজ ও খারাপ লোকেদর সাম্তি দাবি করি এবং তাদের বয়কট করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.