আমাদের কথা খুঁজে নিন

   

অন্য শ্রাবণ।

এখন ধ্বংস আর নৈরাজ্যের সময়। চারিদিকে নষ্টদের তান্ডব, মরণের কীর্তন-লীলা অগ্নির লেলিহান প্রজ্জ্বলন পথে-ঘাটে-মাঠে-পূজোর বেদিতে মন্দিরে-গির্জায়-মসজিদে-বিদ্যালয়ে, এমনকি বাদ যায়নি শহীদ-মিনার তাসের ঘর, মাছের পট্টি, বৌদ্ধ মঠ, বিলের গয়ার-সারস-ধানচিল আঊশের ক্ষেত সমেত কৃষাণীর চকচকে চোখ, শিশুর বেলুন রামসাগর- সবই যাচ্ছে স্রোতস্বিনী নদীর বেগে। ঝড়-খরা-জলোচ্ছাস বলে এখানে কিছুই নেই চর্মাবৃত পিশাচের দল ঝাপটা হয়ে দেখা দেয় নগরে প্রতিদিন হানা দেয় গলিতে-রাস্তায়-মোড়ে-দোকানে, সৃষ্টির মিছিলে প্লাবনে-জাগরণে, লাশবাহী ট্রলির পেছনে, গোলাপ বাগানে নিষ্ঠুর শ্রাবণে, পরিপক্ক আম্র-কাননে- এমনকি বিখ্যাত মাজারেও হাত পৌছেই যায় তাদের। প্রতীক্ষায় আছি- একদিন বৃষ্টি হবে রাজপথে ঢল নেমে যাবে দগ্ধ-বিদগ্ধ কোটি জনতার। বিনিয়ামিন, (ডায়েরী থেকে), ০৯ মার্চ ২০০৯ সাল লাস ভেগাস, যুক্তরাষ্ট্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।