আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতি



একবার আকাশের সাথে শৈবালের সখ্যতা গড়ে উঠেছিলো। আকাশ তার নীল দিয়ে শৈবালের সবুজ রং ঢেকে দিতে চেয়েছিলো। শৈবালকে আকাশ বলেছিল-"তুমি চলে এসো আমার নীলে,আমরা নীলের মাঝে একটা ছোট্ট ঘর বানাবো। আমি কাঠ কেটে নিয়ে আসবো আর রাতে আমাদের সেই ছোট্ট ঘরের পাশে আগুন জ্বালিয়ে আমরা দুজনে বসে তারা দেখবো,সন্ধ্যাতারা। কি আসবে তো?" শৈবাল আকাশের কথা শুনে হেসেই একশেষ।

হাত জোর করে বলে-"ওগো নীল আকাশ দোহাই তোমার আমায় আর স্বপ্ন দেখিও না। স্বপ্ন দেখতে দেখতে আমি ক্লান্ত পথিক হয়েছি। শুধু তুমি না অন্য অনেকেই আমায় স্বপ্ন দেখিয়েছিলো। তারপর স্বপ্নের মাঝপথে এনে আমায় ছেড়ে দিলো। তুমি না হয় মেঘকে স্বপ্নগুলো দেখাও।

মেঘ তোমার স্বপ্নগুলো সাজাতে তোমার সঙ্গী হবে। " আকাশ উত্তরে বলে-"না শৈবাল তোমাকেই আমি চাই। তোমার মতো কাউকেই আমি স্বপ্ন দেখাতে চাই। কারন একমাত্র তুমিই আমার স্বপনগুলি বুঝবে। " কিন্তু শৈবাল কিছুতেই আকাশের স্বপ্নে নিজেকে জড়াতে চায় না।

এভাবে আকাশের সাথে শৈবালের সখ্যতার সামান্য মনোমালিন্য দেখা দেয়। একবার বৃষ্টি হলো,তুমুল বৃষ্টি। বৃষ্টির ধারালো বিন্দুগুলো শৈবালের গায়ে তীন্ক্ষ ফলার মতো লাগে। একসময় বৃষ্টি শেষ হয়ে আকাশে রোদের আলো দেখা দেয়। রংধনু ওঠে।

শৈবালের তখন আকাশের কথা খুব মনে পড়ে। মনে পড়ে আকাশের স্বপ্নের কথা। সে মনে করলো-"আকাশের স্বপ্নের সাথে নিজেকে যদি জড়ানো যেতো তবে আজ আর তার এই কষ্টটা হতো না। " কিন্তু হায়!!সেটা হয়তো সম্ভব হলো না। আকাশ কত বিশাল আর শৈবাল!!!শৈবাল ক্ষুদ্র খুবই নগন্য।

আকাশের বিশালতায় শৈবালের স্বপ্ন দেখা সম্ভব নয়। আকাশ খুউব উঁচু তাই শৈবালের সধ্য নেই আকাশের স্বপ্নের সাথে ডানা মেলে উড়ে বেড়াবার। হয়তো শৈবাল ইচ্ছা করলেই স্বপ্নে গা ভাসাতে পারে কিন্তু ভয় হয় তার খুউব ভয়। তবুও দিন যায় মাস যায় বছর যায়,শৈবাল একাকী পড়ে থাকে। তার সাথে কেউ থাকে না।

সে শুধু সবার দেখানো স্বপ্নগুলো নিয়ো বেঁচে আছে। আর আকাশ!!!!!!!আকাশ এখন তার স্বপ্ন অন্য কাউকে দেখাতে ব্যস্ত। মার্শা.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।