আমাদের কথা খুঁজে নিন

   

বাঘের কাছে ছাগল পাহারা দেওয়া যায় না কিন্তু শিয়ালের কাছে মুরগি বাগী দিন।....

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... পূর্বে: তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন মানবেন না বলেছিলেন শেখ হাসিনা : দাবি আদায়ে করেছিলেন ৯৬ দিন হরতাল : অবরোধ ও অসহযোগ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিলেও এক সময় তিনিই বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ও বিরোধীদলবিহীন কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। নির্বাচনের নামে যে কোনো প্রহসনের নির্বাচন জনগণ প্রতিরোধ করবে। একই সঙ্গে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। এই তিন দলের আন্দোলনের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস এবং বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের সাফল্য কামনা করে বলেছিলেন, জনগণের অপরিসীম ত্যাগ ও তিন দলের আন্দোলনের ফলে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি মানতে বাধ্য হয়েছে। বাঙালি জাতি আরেকবার প্রমাণ করেছে, জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের কাছে কোনো স্বৈরাচারী শক্তিই টিকে থাকতে পারে না।

ন্যায় ও সত্যের সংগ্রাম সব সময় জয়ী হয়। বর্তমানে: প্রধানমন্ত্রী বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘হয় সংসদে এসে কথা বলুন, নয়তো আমরা উচ্চ আদালতের রায় অনুযায়ী যা করার তা-ই করব। ’ প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান করেছিল। ইয়াজউদ্দিন আহম্মেদ বিএনপির লোক ছিলেন। ফখরুদ্দীন আহমদ বিএনপির মাধ্যমেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিলেন।

ওই তত্ত্বাবধায়ক সরকারের কড়া সমালোচনা করে শেখ হাসিনা বলেন, সে সময় জামায়াতে ইসলামীর কেউ গ্রেপ্তার হয়নি। তত্ত্বাবধায়ক সরকার মানুষের কাছে আতঙ্ক। উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছেন। আদালতের রায় মানতেই হবে। এবার আপনারাই বলুন.... বাঘের কাছে ছাগল পাহারা দেওয়া যায় না।

কিন্তু শিয়ালের কাছে কি মুরগি বাগী দেওয়া যায়? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।