আমাদের কথা খুঁজে নিন

   

বাঘের সংবিধান

জন্মের আইলসা একটা পোলা

একবার জঙ্গলে বাঘের খুব শখ হইলো একটা সংবিধান তৈরি করবো ! যেই ভাবনা সেই কাজ, শিয়ালরে ডাইকা ইচ্ছার কথা কইলো, শিয়াল তো চাল্লু মাল, লগে লগেই বুঝলো কি বানাইতে হইবো যাইহোক, একটা কমিটি বানানো হইলো, এবং অবশেষে জঙ্গলের লেইগা একটা সংবিধান ও বানানো হইলো বাঘ ঘোষণা দিলো, সবাইরে এইটা মাইনা চলতে হইবো এবং এইটা অপরিবর্তনশীল কিছুদিন পর শিয়াল একটা দরকারে বাঘের বাসায় গেলো , বাঘ অন্যঘরে একটা কাজে বিজি থাকায় শিয়াল অপেক্ষা করতেছিল। হঠাৎ শিয়ালের চোখ গেলো সংবিধানের মূল কপির দিকে , দেখলো উপরের দিকে প্রায় অর্ধেকের মতো পৃষ্ঠা ছেঁড়া !!! বাঘ কাজ সেরে শিয়ালের কাছে আসতেই শিয়াল পৃষ্ঠা ছেঁড়ার কারণ জানতে চাইলো । বাঘ মাথা চুলকে বললো, "না, মানে গত একসপ্তাহ ধইরা টয়লেট টিস্যু শেষ হইয়া গেছে, উপায়ন্তর না দেইখা এইটা দিয়াই কাম চালাইতেছি " !!! শিয়াল জানতে চাইলো," কিন্তু জনাব, জঙ্গল টা হইলে ক্যামনে চলবো?? কুনু গাইডলাইন তো থাকলো না " ...বাঘ ক্ষেইপা শিয়ালের টুঁটি চাইপা কইলো, "ক্যান, আমি কি মইরা গেছি নাকি?? আমার মুখের কথাই সংবিধান" !!!!!!! [ডিসক্লেইমারঃ এইটা শুধুই একটা জোকস, কোন কিছুর সাথে মিলে গেলে তা কাকতালীয় বই কিছু না]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।