আমাদের কথা খুঁজে নিন

   

মেহের আফরোজ শাওন এর ‘চৌধুরী খালেকুজ্জামানের বিশ্বরেকর্ড’

শুভ'র কারখানা আবারও মেহের আফরোজ শাওন দেশের প্রখ্যাত নাট্যকার ও কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের পরিচালনায় নাটকের নির্দেশনা দিলেন। সমপ্রতি ‘চৌধুরী খালেকুজ্জামানের বিশ্বরেকর্ড’ নামের একটি নাটকের কাজ করেছেন তিনি। নাটকের শুটিং হয়েছে নুহাশ পল্লীতে। এতে অভিনয় করেছেন ফারুক, প্রাণ রায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুদ আকন্দ,উর্মিলা। নাটকের কাহিনী সম্পর্কে পরিচালক বলেন, গ্রামের একজন সহজ সরল ছেলে প্রাণ রায়।

সে সিদ্ধান্ত নিয়েছে গিনেস বুকে নাম লেখাবে। পরিকল্পনা অনুসারে সে ঘোষণা দেয়। এবং গ্রামের বড় মাঠে সে মুখ হাঁ করে দাঁড়িয়ে থাকে। মুখ হাঁ করে দাঁড়িয়ে থেকে গিনেস বুকে নাম উঠাতে চায় গ্রামের একটি ছেলে- এ সংবাদ শোনার পর শহর থেকে টিভি ও পত্রিকার সাংবাদিকরা এসে জড়ো হন। এ নিয়ে গ্রামে হুলস্থূল কাণ্ড পড়ে যায়।

বিভিন্ন গ্রাম থেকে লোকজন ছুটে আসে ঘটনা নিজের চোখে দেখার জন্য। শেষ পর্যন্ত অবশ্য সে ব্যর্থ হয়। নাটকটি এবার ঈদে যে কোন একটি টিভি চ্যানেলে প্রচার হবে। উল্লেখ্য, এর আগে হুমায়ূন আহমেদের লেখা দুটি নাটকের নিদের্শনা দিয়েছেন শাওন। সর্বশেষ গত পহেলা বৈশাখে হুমায়ূন আহমেদের নাটক পরিচালনা করেছিলেন মেহের আফরোজ শাওন।

চ্যানেল আইতে প্রচারিত এ নাটকের নাম ছিল 'স্বপ্ন এবং স্বপ্নভঙ্গ' এটি তার পরিচালনায় হুমায়ূন আহমেদের লেখা তৃতীয় নাটক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.