আমাদের কথা খুঁজে নিন

   

মেহের আফরোজ শাওনের গান চুরি : জি-বাংলার বিরুদ্ধে উকিল নোটিশ

শুভ'র কারখানা

পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল জি-বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কেয়া পাতার নৌকো’। এই ধারাবাহিকটির প্রমোশনালে মেহের আফরোজ শাওনের গাওয়া ‘না-মানুষি বনে’ অ্যালবামের ‘লীলাবালী... লীলাবালী...’ গানটি ব্যবহার করা হয়েছে। শাওন জানিয়েছেন, তার গাওয়া এই গানটি ব্যবহারের জন্য তার কাছ থেকে কোনো ধরণের অনুমতি নেয়া হয় নি। এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে শাওন বলেন, আমার গান ব্যবহার করা হচ্ছে অথচ আমিই জানি না। গানটি ব্যবহারের আগে অবশ্যই আমাকে জানানো উচিত ছিল।

আমি নিশ্চয়ই এজন্য তাদের কাছে কোনো রয়্যালিটি সন্মানী দাবী করতাম না। শুধু সৌজন্যতা দেখানোটাই ছিল যথেষ্ট। এইটুকু সৌজন্যতা কি আমরা বাংলাদেশের শিল্পীরা পশ্চিমবঙ্গের কাছে আশা করতে পারি না? জি-বাংলা চ্যানেলে প্রচার হওয়া ধারাবাহিক নাটক ‘ কেয়া পাতার নৌকো’- এর পরিচালক শৈবাল ব্যানার্জী। এটি প্রযোজনায় রয়েছে ম্যাজিক মোশান প্রডাকশন। শিগগিরই তিনি এ বিষয়ে জি-বাংলা চ্যানেলের কাছে উকিল নোটিশ পাঠাবেন।

Meher Afroz Shaon in Facebook- ''"zee bangla"r popular drama serial "keya patar nouko" amar gawa "na manushi boney" album er "leelabali leelabali" gaan ti tader promotional e babohar korchhey.., amar kono rokom onumoty chharai...!!! ki ashchorjo...!!! ei tukun shoujonnota ki amra bangladesher shilpi ra poshchimbanglar kachhey asha kortey parina...???''

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.