আমাদের কথা খুঁজে নিন

   

মেহের আফরোজ শাওনের গান ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ

শুভ'র কারখানা
জি বাংলার প্রতিদিনের ধারাবাহিক নাটক কেয়া পাতার নৌকোতে বাংলাদেশের শিল্পী শাওনের গাওয়া লোকগান ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন দেবজ্যোতি মিশ্র। ধারাবাহিকটির সংগীতায়োজন করছেন ভারতের এই প্রখ্যাত সংগীত পরিচালক। গতকাল শনিবার কলকাতা থেকে মুঠোফোনে তিনি জানান, চ্যানেল থেকে প্রমো তৈরির সময় তাঁকে না জানিয়েই অননুমোদিত গানটি ব্যবহার করা হয়েছে। ঢাকার কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় গত মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ধারাবাহিকটির প্রমো থেকে গানটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ এপ্রিল শাওন অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গের এই টিভি চ্যানেলে কেয়া পাতার নৌকো ধারাবাহিকের বিজ্ঞাপনচিত্রে তাঁর অনুমোদন ছাড়াই ‘লীলাবালি’ গানটি ব্যবহার করা হচ্ছে।

শাওন তাঁর না মানুষী বনে অ্যালবামে গেয়েছেন গানটি। দেবজ্যোতি মিশ্র বলেন, ‘ঘটনাটি জানার পর কেয়া পাতার নৌকোর পরিচালক শৈবাল ব্যানার্জি, নাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় এবং আমি খুবই আহত হয়েছি। আমরা শিল্পীর কষ্ট অনুভব করতে পারছি। আর এ কারণেই আমরা প্রথম আলোর মাধ্যমে শিল্পীর কাছে দুঃখ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। পুরো ব্যাপারটির জন্য আমরা দুঃখিত।

-প্রথম আলো
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.