আমাদের কথা খুঁজে নিন

   

বার্সেলোনার পথে মার্তিনো

শুক্রবার স্থানীয় সময় দুপুর একটায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন মার্তিনো। এর আগে সকালেই বার্সেলানোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে সই করবেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে বার্সেলোনা পৌঁছবেন আর্জেন্টিনার এই কোচ। এরপর ক্লাবের সামনে ফটোশুটে যোগ দেবেন সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বার্সেলোনার পথে দীর্ঘ ফ্লাইটে উঠার আগে মঙ্গলবার সাবেক ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসকে বিদায় জানিয়েছেন 'তাতা' মার্তিনো।


টিটো ভিলানোভার উত্তরসূরি হিসেবে দুই বছরের জন্য নিউ ক্যাম্পের দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ৫০ বছর বয়সী মার্তিনো।
অসুস্থতার কারণে গত শুক্রবার বার্সাকে ভিলানোভা বিদায় জানানোর পর থেকে নতুন কোচের সন্ধানে নামে কাতালান দলটি। সোমবার স্পেনের গণমাধ্যমগুলোতে সম্ভাব্য কোচ হিসেবে মার্তিনোর নাম এলেও মঙ্গলবার তা নিশ্চিত করে বার্সেলোনা।
কোচ হিসেবেও বেশ সফল মার্তিনো। আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন ‘বি’এর দল ব্রাউন আরেসিফের কোচ হিসেবে তার এই জীবনের শুরু।

এরপর একে একে বেশ কয়েকটা ক্লাবের কোচিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি দায়িত্ব পান প্যারাগুয়ে জাতীয় দলের।
তার অধীনে লাতিন আমেরিকার দেশটি ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে। তাছাড়া পরের বছর কোপা আমেরিকায় ফাইনাল খেলেছিল প্যারাগুয়ে।
এরপর পুরানো ক্লাব ওল্ড বয়েসে ফিরে আসেন তিনি কোচ হিসেবে। সাফল্য পেতেও খুব একটা দেরি হয়নি।

তার কোচিংয়ে এ বছরের কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালে উঠেছিল দলটি। এর আগে লিগ শিরোপা জেতে ওল্ড বয়েস।
২০০৭ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ মনোনীত হয়েছিলেন তাতা মার্তিনো। তবে এর আগে কখনোই ইউরোপীয় ফুটবলে কোচিং করাননি তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.