আমাদের কথা খুঁজে নিন

   

একটি ভূত তোমাকে গোলাপ দিয়েছিলো

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। [ভগ্নিপুত্র : মুহিবকে] আমি তোমাকে কাছে ডেকেছিলাম ? না ডাকতেই পারিনা। আমি তোমার কাছে শুয়েছিলাম ? না কিছু্তেই না ।

আমি কেনো তোমাকে ডাকতে যাবো, তোমার কাছে শুইতে যাবো। তোমার হাতে খাইতে যাবো। আমার ভেতর ভূতটি যখন, ভর করে ভাই রক্ষা তো নাই। তখন যদি তোমার কাছে শুইতে থাকি বলেই থাকি ভালোবাসি তার আগে না । লক্ষ্মীসোনা।

ভূতের বাড়ি মাথার ভেতর বুকের ভেতর বই পড়ে সে, গান ধরে সে রমণীদের ভালোবাসে। কিন্তু জানো, হঠাৎ করে,,হুট করে সে হয় যে বাঁদর মনের ভেতর তখন রে ভাই, রক্ষা তো নাই পাগল মানুষ উঠছে ক্ষেপে, আকাশ ব্যপে বাজায় সানাই রক্ষা তো নাই। আমি তোমাকে কাছে ডেকেছিলাম, না আমি না আমার ভেতর এক ভূত থাকে, সেই তোমাকে একটা গোলাপ দিয়েছিলো। ২৫.০৭.২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.