আমাদের কথা খুঁজে নিন

   

দেশজুড়ে ফের গুপ্তহত্যা : উদ্বিগ্ন প্রশাসন, আতঙ্কিত জনগণ!

***আশঙ্কাজনক হারে বাড়ছে গুপ্ত হত্যা। একই সাথে অপহরণ, ডাকাতি ও নীরব চাঁদাবাজির মতো সংঘবদ্ধ অপরাধের ঘটনায় শঙ্কা ও উদ্বেগ বাড়ছে জনমনে। চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনেই দেশের বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০ টি লাশ উদ্ধার করেছে পুলিশ। সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই আহমেদ মিরাজসহ কুষ্টিয়া, চট্টগ্রাম, খুলনায় এক পুলিশ কনস্টেবল খুন হয়েছেন কেবল গত ৯মার্চ শনিবার দিবাগত রাতেই। গত বছরের অক্টোবর থেকে পরবর্তী তিন মাসে গুপ্ত হত্যার সংখ্যা প্রায় শূন্যতে নেমে আসলেও চলতি বছরের জানুয়ারি থেকে আবার শুরু হয়েছে গুপ্ত হত্যা।

এদিকে, সম্প্রতী ঘটে যাওয়া প্রকাশ্যে এবং গুপ্ত হত্যার ঘটনাবলী যেন ভাবিয়ে তুলছে প্রশাসনকে, অন্যদিকে এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় দিন পার করছে আতঙ্কিত জনগণ । মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর তথ্য সূত্রে জানা যায়, ২০০৯ থেকে ২০১২ সালের অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ৭৫ জন গুপ্ত হত্যা বা গুমের শিকার হয়েছেন। এর মধ্যে গত বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে গুপ্ত হত্যা বা গুমের শিকার হন ২৪ জন। এছাড়াও ২০১১ সালে ৩০ জন, ২০১০ সালে ১৮ জন ও ২০০৯ সালে তিন জন গুপ্ত হত্যার শিকার হন। এদিকে ২০১২ সালের মার্চ মাসের প্রথম ১০ দিনেই দেশের বিভিন্ন জায়গা থেকে কমপক্ষে ২০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী, ২০১১ সালে দেশে ৭২৫ জন অপহৃত হয়েছে। এর মধ্যে পাচার ও মুক্তিপণের জন্য অপহরণের ঘটনা ৮৮টি। ২০১২ সালে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই অপহৃত হয় ৫৬ জন। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানির রাস্তা থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন বিএনপির নেতা ইলিয়াস আলী। বিএনপির আরেক নেতা চৌধুরী আলম নিখোঁজ হন ২০১০ সালের ২৫ জুন।

এদের খোঁজ মেলেনি আজও। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে জানান, ২০১২ সালে দেশে চার হাজার ১১২টি খুন হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন খুন হয়েছে ১১ জনের বেশি মানুষ। আগের বছরে এ সংখ্যা ছিল তিন হাজার ৯৬৬টি। এর মধ্যে রাজনৈতিক খুন আছে ১১টি।

২০১০ সালে খুন হয়েছে তিন হাজার ৯৮৮ জন। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, ২০১৩ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে দেশে ৬২৭জন খুন হয়েছেন। অপহরণ ও নিখোঁজ হয়েছেন ১৬৭ জন। আর ডাকাতির ঘটনা ঘটেছে ১১৮টি। অপরাধের এ হার যেন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

গত বছর সারা দেশে ৮৪৬ জন অপহূত হয়েছে। এর আগের বছর (২০১১) অপহূত হন ৭৯২ জন। তবে প্রকৃত চিত্র এর চেয়ে অনেক বেশি বলে জানা যায় বিভিন্ন সূত্রে। দেখা যায়, জানুয়ারিতে ২ জন গুপ্ত হত্যার শিকার হলেও ফেব্রুয়ারিতে এ ধরনের হত্যাকান্ড ছিল প্রায় বন্ধ। কিন্তু মার্চ মাসে আবার শুরু হয় গুপ্ত হত্যার তান্ডব।

এর মধ্যে ১০মার্চ রোববার রাতে নিজ বাড়ির কাছে নোয়খালী সদর উপজেলার বিএনপি নেতা মো. সহিদ উল¬াহকে (৪৫) কুপিয়ে খুন করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এই রাতেই মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ধর্মদিহি গ্রামের সুশীল বিশ্বাসকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ রোববার সকালে তার মৃতদেহটি স্থানীয় ইউনাইটেড স্কুলের মাঠ থেকে উদ্ধার করে। একইদিন রোববার সকালে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতুর পশ্চিম পাশের একটি ঝোপ থেকে তিন দিন আগে নিখোঁজ পাবনা সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গয়েশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আলী মৃধার লাশ ও উদ্ধার করে পুলিশ। এর আগে ৯মার্চ শনিবার দিবাগত রাতেই রাজধানীর খিলক্ষেত এলাকায় রাস্তার ওপর থেকে পুলিশ সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই আহমেদ মিরাজের লাশ, কুষ্টিয়ার লালন শাহ সেতুর নিচ থেকে পাবনার বিএনপি নেতা ইব্রাহীম আলী মৃধার লাশ, চট্টগ্রামের সীতাকুন্ডে তরুণী রেহানা আক্তারের গুলিবিদ্ধ লাশ, খুলনার কয়রাতে দুর্বৃত্তদের হামলার শিকার এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করেছে।

একই দিনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকা, বরিশাল, চাঁদপুর ও কক্সবাজার থেকে আরো চার জনের লাশ উদ্ধার করে। এদের মধ্যে শনিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার অলাতিয়া বিল থেকে কালো ফুল প্যান্ট ও চেক হাফ শার্ট পরা ২৫-২৬ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। বেলা ১১টার দিকে বরিশাল শহরের সিঅ্যান্ডবি রোড থেকে ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন জিতুর (২২) লাশ উদ্ধার করা হয়। আবার দুপুরে চাঁদপুরে শহরের ছায়াবাণী এলাকায় রেললাইনের পাশে ৫৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ পাওয়া যায়। এদিকে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া আশেদ উল¬াহর চিংড়ি ঘেরের পাশে সমুদ্র সৈকতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

৮মার্চ শুক্রবার বেলা পৌনে ১১টায় নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার চারারগোপ কুমুদিনী এলাকার শীতলক্ষ্যা নদীর পাড় থেকে ৩দিন ধরে নিখোঁজ নারায়ণগঞ্জের সংস্কৃতি কর্মী রাফিউরের ছেলে তানভীর মোহাম্মদ ত্বকীর লাশ উদ্ধার করা হয়। এদিকে ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার নারায়নকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে কলাম মিয়ার (২৮) লাশ স্থানীয় ধাপগাড়ির মাঠের একটি গম ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। চট্টগ্রামে ছুরিকাঘাতে নিহত হন ব্যবসায়ী পেয়ারুল ইসলাম। এই দিনই রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে নিখোঁজ হয়েছেন বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র তারিকুল আলম। এখনো তাঁর খোঁজ মেলেনি।

৭মার্চ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের সেনপাড়া কড়াইতলা থেকে সৈয়দ অপু আহমেদ নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করে পুলিশ। রাজধানীর অদূরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস রাস্তার দক্ষিণ পাশের ঢাল থেকে কালো জিন্সের প্যান্ট ও ছাপা শার্ট পরা এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ পাওয়া যায়। পাবনা জেলার পাবনা মেডিকেল কলেজের পাশের একটি ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের (১৮) অর্ধ গলিত লাশ ও মানিকগঞ্জের সিংগাইর থানার তালেবপুর ইউনিয়নের ইরতা কাশিমপুর গ্রামের শাহাজুদ্দিনের ভুট্টা ক্ষেত থেকে মাদারীপুর নাজিম উদ্দিন কলেজ ছাত্র সংসদের কমন রুম সম্পাদক অহেদুজ্জামানের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। গত ৫মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে রাজধানীর কেরানীগঞ্জ থানা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে এসএসসি পরীক্ষার্থী আবু তালেব পাভেলের (২০) লাশ উদ্ধার করে বংশাল থানা পুলিশ। বেলা ১২টার দিকে পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রাম থেকে সশস্ত্র কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা জাফরের (৩৮) লাশ ও মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় মধ্যকান্দি গ্রামের মজিবর হাওলাদারের (৪০) বস্তাবন্দি লাশ স্থানীয় কুমার নদের কালিবাড়ি ঘাট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

৪মার্চ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলক্ষেত থানার বড়–য়া গ্রামের একটি ধানক্ষেতে কচুরি পানা দিয়ে ঢাকা অবস্থায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। একই দিনে সকাল ৮টার দিকে রাজধানীর কামরাঙ্গীচরের নুরবাগ এলাকা থেকে আবুল কালাম (৩৫) নামে এক ব্যক্তির জবাই করা লাশ এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশা ইউনিয়নে মধ্যম বিল নয়া খালের পাড় এলাকা থেকে ফরিদুল আলম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ৩মার্চ রোববার রাজধানীর নয়া পল্টন ও যশোর থেকে দুই জনের লাশ পাওয়া যায়। রবিবার সকালে রাজধানীর নয়া পল্টনের বায়তুল সালাহ মসজিদ সংলগ্ন একটি মেসবাড়ি থেকে আলমগীর (৩০) নামের এক পুলিশের সোর্সের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। একই দিনে যশোরের ঝিকরগাছা উপজেলার হালসা বিল থেকে সদর উপজেলার চুড়ামনকাটি বাগডাঙ্গার সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের (৪৩) লাশও উদ্ধার করে পুলিশ।

এরও আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্র কর্তৃক খুন হন ব্ল¬গার ও স্থপতি আহমেদ রাজীব হায়দার। এ ছাড়া জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদ-ের রায়ের পর দেশজুড়ে সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৭৮ জন। এদের মধ্যে অনেকে যেমন পুলিশের গুলিতে নিহত হয়েছেন তেমনি জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থকদের হামলায় নিহত হয়েছেন পুলিশ সদস্যসহ রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে গত জানুয়ারি মাসে অপহরণের পর খুন হয়েছেন ছয় জন। এদের মধ্যে আছেন টাঙ্গাইলের ব্যবসায়ী মজিবর খান, ঝিনাইদহে রফিকুল ইসলাম মজুমদার, টাঙ্গাইলে শিশু মারুফা।

র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান বলেন, অপহরণ ছাড়াও গত বছর ১৫০ জন নিখোঁজ হয়েছে। অপহরণের পর খুন হয়েছে ২৪ জন। এ বছরের শুধু জানুয়ারি মাসেই ২৩ জন অপহরণ ও নিখোঁজ হয়েছে। অপহরণের পর খুন হয়েছে ছয়’জন। এদিকে, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতী ঘটা সহিংস ঘটনায় একের পর এক প্রাণহানিতে জনমনে নিরাপত্তার অভাব প্রকট হচ্ছে।

একই সঙ্গে শঙ্কা ও উদ্বেগ বাড়ছে গুম, অপহরণ, ডাকাতি ও নীরব চাঁদাবাজির মতো সংঘবদ্ধ অপরাধের ঘটনায়। অন্যদিকে রাজনৈতিক সহিংস ঘটনায় সাথে পাল¬া দিয়ে সংঘবদ্ধ অপরাধীদের তৎপরতা যেন দিন দিন বেড়েই চলছে। কিছু সন্ত্রাসী আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আবার অনেক সন্ত্রাসী বিদেশ থেকে দেশে ফিরে এসে গুছিয়ে ফেলেছে তাদের মাঠ। নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, কয়েক মাস ধরে চলমান রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে র‌্যাব-পুলিশকে প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবিরের হামলায় আটজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫৭০ জন।

এ নিয়ে পুলিশের ভেতরে এক ধরনের ভীতি কাজ করছে। রাজনৈতিক সহিংসতার কারণে অন্য অপরাধ পরিস্থিতির তেমন দৃষ্টিগোচর করা সম্ভব হচ্ছে না। সরকারের শেষ সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কিছুটাতো হিমশিম খেতেই হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন কেউ কেউ। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে সরকারকেও দেখা যাচ্ছে বেশ উদ্বিগ্ন। গত বৃহস্পতিবার এ নিয়ে বিভিন্ন সংস্থার প্রধানদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবে এ সিদ্ধান্তের ছাপ পড়েনি কোনখানে। উল্টো পুলিশের ওপর ঘটছে হামলার ঘটনা। গতকাল রোববার রাজশাহীর বাঘায় আসামি ধরতে গিয়েও জামায়াত-শিবিরের হামলার শিকার হয় পুলিশ। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.