আমাদের কথা খুঁজে নিন

   

চীনের সিচুয়ানে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধমূর্তি।(ছবি ব্লগ)

এ বৌদ্ধমূর্তিটি চীনের সিচুয়ান প্রদেশের পার্বত্য সৌন্দর্যমন্ডিত ও গুহাসম্বলিত মিঞ্জিয়াং,দাদু ও কিনইয়ি নদীর তীরে অবস্থিত। পুরো এলাকাটি মাউন্ট এমাই বলে পরিচিত। এটি না বললেই নয় যে,সমস্ত মূর্তিটি একটি বিশাল পর্বতকে কেটে তৈরী করা হয়েছে। সিচুয়ানের লেসান শহরের কাছে বিধায় একে লেসানের বৌদ্ধমূর্তি বলেও অভিহিত করা হয়। এটি নির্মান করা হয় তাং ডাইনেস্টির আমলে(৬১৮-৯০৭খ্রীস্টাব্দে)।

বৌদ্ধমূর্তিটি ৭১মিঃ বা ২৩৩ ফুট লম্বা। এর বাহুদ্বয় ২৮ মিঃ পর্যন্ত প্রসস্ত। ১৯৯৬ সালে এটি ইউনেস্কো হ্যারিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। বিস্ময়করভাবে এটি ২০০৮সালের সিচুয়ান ভূমিকম্পের ভয়াবহতা থেকে বেঁচে যায়;। বুদ্ধের পা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।