আমাদের কথা খুঁজে নিন

   

চীনের আকাশে ইউএফও

প্রসপেকটিভ রাজমিস্ত্রী

চীনের আকাশে রহস্যময় ইউএফও এর দেখা মিলেছে। চীনের বুতি এয়ারপোর্ট থেকে ২ মাইল দূরে আকাশে দেখতে পাওয়া এই ইউএফও এর কারণে ফ্লাইট বাতিল করতে হয়েছে কর্তৃপক্ষকে। খবর ইয়াহু অনলাইনের। ইউএফও-র পুরো অর্থ হলো আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা অজ্ঞাত উড়ন্ত বস্তু। রহস্যময় এই ফ্লাইং অবজেক্টকে ভিনগ্রহের যান হিসেবে ধারণা করা হয় যদিও এখনও এর কোনো সত্যতা মেলেনি।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এ বছরের সেপ্টেম্বরের ১৩ তারিখেও এরকম একটি এইএফও শনাক্ত করার কথা জানিয়েছিলো চীনা সংবাদপত্র পিপলস ডেইলি। ইনার মঙ্গোলিয়ার বোতাও এয়ারপোর্টের ২০ মাইল দূরেই ছিলো সে ইউএফওটির অবস্থান। আর সে সময় সংঘর্ষ এড়াতে ফ্লাইট বাতিল করেছিলো কর্তৃপক্ষ। কিন্তু মাস পেরোতেই আবারো হাজির রহস্যময় ইউএফও। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, রহস্যময় এই ইউএফও টির আকৃতি ফ্ল্যাট এবং টিউবলার।

এয়ারপোর্টের চারিদিকে ঘুরেই আবার অদৃশ্য হয়ে গেছে এই রহস্যময় যানটি। জানা গেছে, রহস্যময় এ যানটির ভিডিও ধারণ করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। কিন্তু ভিডিওতে কেবল মিট মিট করে জ্বলতে থাকা আলো ছাড়া আর কিছুই শনাক্ত করা যায়নি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, চীনে ইউএফও দেখার বিষয়টি অনেকটাই নিয়মিত হয়ে গেছে। গত তিনমাসে মধ্যে নয়বার ইউএফও হাজির হয়েছে চীনের বিভিন্ন প্রদেশে।

আর এসব স্থানে দেখতে পাওয়া এসব ইউএফওগুলো ছিলো জেট প্লেন বা ঘুড়ির মতো। bdnews24.com

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।