আমাদের কথা খুঁজে নিন

   

আমলারা নিজেদের খেয়ালখুশি মতো যা ইচ্ছে তা-ই করছে অভিযোগ করে তিনি বলেন, কেউ অডিট রিপোর্ট পাত্তা দিচ্ছে না। এই সংস্কৃতির পরিবর্তন হওয়া প্রয়োজন।

মতবিনিময়ে মহাহিসাব নিরীক্ষকনিয়মিত অডিট রিপোর্ট প্রকাশ পেলে দুর্নীতি কমবে এত দিন নানা কারণে অডিট আপত্তিগুলো জনগণকে জানানো হয়নি। ফলে দেশে দুর্নীতি বেড়েছে। নিয়মিত অডিট রিপোর্ট প্রকাশ পেলে দুর্নীতি কমে যাবে। প্রশাসন থেকে শুরু করে সব স্তরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত অডিট রিপোর্ট প্রকাশ করা দরকার বলে জানান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) আহমেদ আতিউল হাকিম। তিনি গতকাল অডিট ভবনে বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

ইউএসএইড প্রগতি এই মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময়ে মূল প্রবন্ধ উপস্থাপন করে এপির ব্যুরো চিফ ফরিদ হোসেন বলেন, প্রশাসনের সব পর্যায়ে জবাবদিহিতা থাকতে হবে। বিভিন্ন সরকারি অফিসে যে বরাদ্দ দেওয়া হচ্ছে, তা কিভাবে খরচ হচ্ছে, তা সবাইকে জানাতে হবে। এ জন্য অডিট রিপোর্টগুলো প্রকাশ করার ওপর গুরুত্ব দিতে হবে। সাংবাদিকদের প্রহরী কুকুরের সঙ্গে তুলনা করে তিনি বলেন, রাষ্ট্রের প্রয়োজনেই সাংবাদিকরা কাজ করেন।

তাঁদের কাজকে আরো গতিশীল এবং তথ্য সমৃদ্ধ করতে পারে বিভিন্ন অডিট রিপোর্ট। মতবিনিময়ে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) আহমেদ আতিউল হাকিম বলেন, এত দিন নানা কারণে এবং বিভিন্ন অজুহাতে অডিট রিপোর্টকে গোপন দলিল হিসেবে চিহ্নিত করা হতো। জনগণ কোনো দিন তা জানতে পারত না। তবে এখন সময় এসেছে এই ধারণা থেকে বের হয়ে আসার। বর্তমানে অডিট ভবনের মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বার্থে, দেশকে এগিয়ে নিতে অডিট রিপোর্ট প্রকাশ করতে চাই।

সাধারণ মানুষ যাতে গণমাধ্যমের মাধ্যমে অডিট রিপোর্ট জানতে পারে, তার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিগত বছরগুলোয় নানা বিষয়ে অডিট আপত্তি করা হলেও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দেশ পর পর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। 'সরকারি মাল দরিয়ায় ঢাল'_এই সংস্কৃতি থেকে আমরা এখনো বের হতে পারেনি। আমলারা নিজেদের খেয়ালখুশি মতো যা ইচ্ছে তা-ই করছে অভিযোগ করে তিনি বলেন, কেউ অডিট রিপোর্ট পাত্তা দিচ্ছে না।

এই সংস্কৃতির পরিবর্তন হওয়া প্রয়োজন। মতবিনিময়ে অডিট কর্মকর্তা মোনেন্দ্র চন্দ্র দত্ত, নুরুন্নবি খান, আমির খসরু, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল, প্রগতির ব্যবস্থাপক খোরশেদ আলমসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা বক্তব্য দেন। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.