আমাদের কথা খুঁজে নিন

   

!!!রাজনীতিবিদ আর সরকারী আমলারা একদিনেই আংগুল ফুলে বট গাছ!!!

এসবই চলছে , চলবে এবং চলতেই থাকবে.................... জাতীয় অর্থনৈতিক শুমারি-২০১৩-এর কার্যক্রম শুরু হতে না-হতেই দুর্নীতি মহোৎসব। শুমারির প্রকল্প পরিচালক আলাউদ্দিন আল আজাদ ও উপ-প্রকল্প পরিচালক আবদুর রহিম অনুমোদন ছাড়াই ১২ কোটি ৭৩ লাখ টাকা তুলে নিয়েছেন। প্রকল্পের নথি পর্যালোচনা করে দেখা গেছে, ১৯৩ কোটি টাকার এই প্রকল্পে অন্তত ১৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। শুমারির জন্য প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লোক নিয়োগ, উপকরণ এবং আপ্যায়ন ও পরিবহন বাবদ অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। সর্বশেষ ২০১০ সালের আদমশুমারিতেও একই কায়দায় প্রকল্পের পরিচালক অসীম কুমার দে ৬০ কোটি টাকা আত্মসাৎ করেছেন !!! এসবই চলছে , চলবে এবং চলতেই থাকবে।

পদ্মা সেতুর কনসালটেন্ট হিসাবে বিশ্বব্যাংকের বরাদ্দ ছিলো ৪৭ লাখ ডলার অর্থাৎ ৩৭৬ কোটি টাকা। এসএনসি-লাভালিন এই কাজ পাবার জন্য সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের তত্বাবধানে এর ১২ শতাংশ হিসাবে ঘুষ দিতে রাজী হয়েছিলো। বাংলা টাকায় যার পরিমাণ দাড়ায় ৪৫ কোটি ১২ লাখ টাকা। এই ঘুষের টাকার ভাগ-বাটোয়ারার যে সমঝোতা হয়েছিলো তা নিম্নরুপঃ সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন--৪% সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী--২% মুজিবুর রহমান নিক্সন চৌধুরী (নিক্সন চৌধুরী হুইপ নূরে আলম চৌধুরীর ছোট ভাই। নূরে আলম চৌধুরী লিটন চৌধুরী নামে পরিচিত এবং এ লোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে।

)--২% প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান--১% সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া--১% খন্দকার এম হোসেন (???)--২% এসবই চলছে , চলবে এবং চলতেই থাকবে। সুতরাং এই সব কুকুরের পোলাপানের হাতে আই ফোন, গলায় লাখ টাকার ব্রেসলেট,চোখে লাখ টাকার গগলস......... লন্ডন,আমেরিকায় নামী ভার্সিটিতে এডমিশান, পাজেরো,বিএমডব্লিউ....... বাহুপাশে উঠতি লাক্স তারকা কিংবা নিদেন পক্ষে কচি খকুীর পেলব ঠোঁট অথবা ভায়াগ্রার রংগিন ট্যাবলেট....... ........ তারপর একদিন নামের পাশে ব্যারিস্টার/শিল্পপতি তকমা এবং অবধারিত ভাবেই নমিনেশন,এমপি,মন্ত্রী....... তারপর শাবাশ,শাবাশ , হাততালি, দেশপ্রমিক, তারুন্যের আদর্শ....... চলছে........... চলবে.......... চলতেই থাকবে........... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।