আমাদের কথা খুঁজে নিন

   

কিশোর বয়সের প্রেম !

আমার তখন কিশোর বয়স ডান পিঠে এক ছেলে, পাশের বাসায় ভারা নিয়ে তোমরা হঠাৎ এলে । প্রথম দিকে বেশ সংকচ শুধুই নিরবতা, চোখের সাথে চোখ মিল্লেই জরিয়ে যেত কথা । এরপরে তো আলাপ হলো এবং চেনা-জানা, বন্ধ দুয়ার গেলো খুলে স্বপ্ন দিলো হানা। বই অথবা খাতার পিঠে শুধুই তোমার নাম, গোলাপ মাখা চিঠির ভাজে মন যে জরালাম। একদিন এক সকাল বেলা বলেন বাবা এসে, "বদলি হবার আদেশ এলো যাচ্ছি অবশেষে"।

আমার যাবার কথা শুনেই আনলে চোখে জল, তখন আমি করেছিলাম দুঃখ ঢাকার ছল। বলেছিলাম "ভয় পেয়না আসব আবার ফিরে, যাই যেখানেই খুজবো তোমায় হাজার মুখের ভিরে"। কিছুটা দিন আসতো চিঠি বন্ধ হলো পরে, সবুজ সে প্রেম হারিয়ে গেল বদলি নামের ঝরে। পায়নি ফিরে তোমায় আবার হয়নি আমার ফেরা, অনুভুতির দেয়াল গুলো কষ্ট দিয়েই ঘেরা। দিন গিয়ে ফের দিন এসেছে আর এসেছে রাত, কিশোর বেলায় ছুয়েছিলাম প্রথম তোমার হাত।

সেই ছোঁয়াটা আজও খুঁজি একলা হলে মন, বুকের ভিতর রাখে স্মৃতির আবরণ। অনেক দিন আগে নেট এ পড়েছিলাম কবিতা টা ...... হঠাৎ মনে পরে গেল ... তাই শেয়ার করলাম ... লেখকের নাম কেউ কি জানেন????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.