আমাদের কথা খুঁজে নিন

   

রিকশা

পরে সকাল বেলা অফিস যেতে গিয়ে হঠাৎ একদিন রিকশা আটকে দিল। আশে পাশের সব দিক দিয়ে যাবার চেষ্টা করে আবিষ্কার করলাম আসলে দিলকুশা যাবার সব রাস্তায়ই রিকশা চলাচল বন্ধ। সেই শুরু। ছুটির দিন গুলোতে মগবাজার আগোরা কিংবা শান্তিনগর নন্দন থেকে কেনাকাটা করতে আমার ভাল ই লাগে। রিকশা করে যেতে যেতে আবারও ট্রাফিক পুলিশ আটকে দিল।

বেশ কিছু সিএনজি ড্রাইভার এর পায়ে ধরার পর ও যেতে না পারায় সেদিন বাসায় ফেরত। এদিকে ডানে বায়ে সব দিক বন্ধ। অগত্যা নিউ মার্কেট এর দিকে রিকশা নিলাম। নীলক্ষেত যাবার আগে মোড়ে আজকে আবার....। ঢাকা শহরের জানজট কমানোর জন্য যদি এটি হয়ে থাকে নিসঃন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

কিন্তু কিছু কথা থেকে যায়,কিছু প্রশ্ন জন্ম নেয়। কোন একটা রোডে যখন রিকশা চলাচল বন্ধ হয় তখন তার বিকল্প কোন রোডে কি রিকশা চলাচল ব্যবস্থা রাখা প্রয়োজন না?অথবা সব রাস্তায় যদি রিকশা চলাচল বন্ধ ই করা হয় বিকল্প যান হিসেবে কি পর্যাপ্ত বাস চালু করে তারপর সেটা করা উচিৎ না?ছোট রুটে মেয়েদের চলাচলের উপযোগী পর্যাপ্ত বাস সার্ভিস কি আমাদের আছে?আমাদের সবার কি প্রাইভেট কার আছে?না থাকলেও এখন কেনার মত সামর্থ্য কয়জনের আছে?শারীরিক প্রতিবন্ধীরা কি চলাচল করবে না? ঢাকার বাইরের শহর গুলোতে কিছু মানুষ সরিয়ে না নিলে ঢাকা কি জানজটমুক্ত হবে?সব বড় বড় প্রতিষ্ঠান আর ভাল ভাল স্কুল শুধু ঢাকায় ই থাকলে জনগণ কি কখনো অন্য শহরমুখী হবে? পরিকল্পনাহীন ভাবে রিকশা বন্ধ করে জন ভোগান্তি সৃষ্টি না করে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে রিকশা বন্ধ করলে জনসাধারণ উপকৃত হবে বলে আমি মনে করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।