আমাদের কথা খুঁজে নিন

   

অবোধ বালিশ

এইতো! ইতিহাসের পাতায় থাকে কতো গুপ্তধণ অনেক গরমে ঘামে প্রেমিকের মন মনে ছিলো আশা, ব্যাকুল পিপাসা জনমে জনমে শুধু হারিবো পাশা! পরাধীন দাস হবো, পরাজয় রাশি কদম্বতলে শুধু বাজাইবো বাঁশি জানিবে রাধিকা, গোপিকন্যাও জানিবে আমি ভালোবাসিবো, আমারেও বাসিবে! খেজুর গাছে কিছু করিবো যে দান অনেক রস নিয়ে বসে আছি উচাটন প্রাণ তবু মনে ভয়, ত্রস্ত প্রাণ যদি দিগ্বিজয়ী হয় বোধের বাজারে আগুন, শত সংশয়! সব ব্যথা ব্যথা নয় কিছু ব্যথা হয়ে উঠে প্রিয় পরাজয় বিজিত কর্ণে শুনি ব্যথাদের ফিসফিস ঘুমাইনা আমি, ঘুমায় অবোধ বালিশ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।