আমাদের কথা খুঁজে নিন

   

অবোধ মন

আমার আমি কে খুঁজি

নিজেকে চিনে নেরে ও মন পাবিরে তুই অমূল্য ধন নিজের মাঝে ডুব দিয়ে দেখ সেথা আছে মানিক,রতন সে ধনে ধনী হবি, অহংকারীর ফ্যার ।। এ বাজারে অনেক মানুষ, হাজার রকম ধরন ফানুস কি করতে কি করে সে, বোঝে নারে ফ্যার ।। কিসে তফাত, কিসে রে দোষ আমলে নাই হুসে-বেহুশ। আমার অন্তরে অন্ত কানাই, অবোধ আমার মন আমি হারাই আমার মাঝে সর্ব সারাক্ষন। ************************ রসে লিলায় মেতে মানুষ, কত কি-যে করে রসাল রঙ্গে অসাম তলে তলিয়ে সে মরে। বোঝে না কাঙাল লিলা খেলা বড়ই আজব লিখেছেন দয়াল নিজে **********************

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।