আমাদের কথা খুঁজে নিন

   

গাদ্দাফিকে হত্যার নিন্দা জানালেন ডেসমন্ড টুটু

লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির নৃশংস হত্যার নিন্দা জানিয়ে দক্ষিণ আফ্রিকার শান্তির প্রতীক ডেসমন্ড টুটু বলেছেন, কোনো মানুষকে হত্যার পর তা উদ্যাপন করার বিষয় হতে পারে না। উচ্ছৃঙ্খল জনতার বিচার ও সহিংস আচরণ সব সময়ই নিন্দার যোগ্য। শান্তিতে নোবেলজয়ী অহিংসবাদী টুটু গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, গাদ্দাফিকে যে কায়দায় হত্যা করা হয়েছে, তা লিবিয়ার সংস্কৃতির বিরোধী। মানবাধিকার ও গণতন্ত্রের পরিপন্থী। এটা হত্যাকাণ্ড নিন্দাযোগ্য। ডেসমন্ড টুটু বলেন, গাদ্দাফিকে হত্যার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গর্ববোধ করতে পারেন না। উল্লেখ করা যেতে পারে, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মতো ব্যক্তিত্ব তাঁর নাতির নাম রাখেন গাদ্দাফি। একজন বিপ্লবী হিসেবে গাদ্দাফি দক্ষিণ আফ্রিকার মানুষকে অনুপ্রাণিত করেছিলেন বর্ণবাদবিরোধী লড়াইয়ে, অধিকার আদায়ের আন্দোলনে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।