আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাম বাংলার মাটির গান - ৩য় পর্ব

স্নো-ড্রপস অ্যান্ড ড্যাফোডিলস, বাটারফ্লাইস অ্যান্ড বী; সেইল বোটস অ্যান্ড ফিশারমেন, থিংস অভ দ্যা সী। উইশিং-ওয়েলস, ওয়েডিঙ বেলস, আর্লি মর্নিং ডিউ; অল কাইন্ডস অভ এভরিথিং রিমাইন্ডস মি অভ ইউ! শেকড়ের টানে আমরা বারবার মুলে ফিরতে সচেষ্ট হই, কখনও পারি, কখনও পারিনা। সেই ধারাবাহিকতায়, অনেকদিন বাদে গ্রাম বাংলার মাটির গানের তৃতীয় পর্ব নিয়ে আবার ফিরে এলাম। কিন্তু এই আয়োজন করতে যেয়ে ভাবছি, আমরা জাতিগতভাবে কতটা শেকড়সন্ধানী আর কতোটাই বা ঐতিহ্যবিমুখ ? আমরা আমাদের মূলটিকে কতোটুকু আঁকড়ে ধরতে বা সংরক্ষণ করতে চেয়েছি বা পেরেছি ? উদাহরণস্বরূপ, আজকের এই গানগুলোর বা শিল্পীদের কথাই ধরা যাক ! সেরা শিল্পী ফরিদা পারভীনের সেরা গানগুলোর কয়টি আজ পাওয়া যায় বা যথাযথ ভাবে সংরক্ষিত হয়েছে ? শাহ আব্দুল করিমের শিস্য, রনেশ ঠাকুরের কয়টি গান পাওয়া যায় ? ফরিদপুরের পাগলা বাবলু আমাদের কোন মুল্যায়নের আশায় সংসারত্যাগ করে বাউলের জীবন বেছে নিয়েছেন ? মাহবুব পিয়াল যে দশক ধরে, দেশ জুড়ে লোকগীতি খুঁজে, সংরক্ষণ করে, শিল্পী না পেয়ে নিজেই আবার সাধ্যমত গাইছেন, তার মুল্যায়ন কি ? আব্বাসউদ্দিন আহমদের সমসাময়িক ও সেকালের অন্যতম সেরা পল্লিগীতি শিল্পী, চট্টগ্রামের মোহাম্মদ নাসিরের নাম বা গান কয়জন শুনেছেন ? গ্রাম বাংলার মাটির গান - ৩য় পর্ব ০১ পার করো দয়াল আমায়, কেশে ধরে - ফরিদা পারভীন ০২ করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন - ফরিদা পারভীন ০৩ প্রেমের হাটে (ধাক্কায় যেন যাসনে চোট পেতে) - পাগলা বাবলু ০৪ কে কথা কয়রে দেখা দেয় না - পাগলা বাবলু ০৫ জলে গিয়াছিলাম সই - মাহবুব পিয়াল ০৬ চল গো সখী তোরা - রনেশ ঠাকুর ০৭ আমার মন চোরারে কোথা পাই - ফরিদা পারভীন ০৮ সাধ মেটে না লাঙ্গল চষে - ফরিদা পারভীন ০৯ সমুদ্রের কূলেতে বসে জল বিনে - ফরিদা পারভীন ১০ ধন্য ধন্য বলি তারে - পাগলা বাবলু ১১ কে বানাইল এমন রঙমহল খানা - পাগলা বাবলু ১২ আমার কপালে সুখ হইল না - মোহাম্মদ নাসির ১৩ এই বার তোরে বন্দী করিলাম - মোহাম্মদ নাসির ১৪ ও নিদয়া কেনে হলি - মোহাম্মদ নাসির ১৫ তুফান আসিল নিদানকালে - মোহাম্মদ নাসির কোয়ালিটি : ১৯০ কেবিপিএস ভিবিআর এমপি৩ ফাইল সাইজ : ৭৪ মেগাবাইটস ডাউনলোড : গ্রাম বাংলার মাটির গান ৩ পূর্বশর্ত : ডাউনলোড করতে হলে ফোরশেয়ারড -এ অ্যাকাউন্ট থাকতে হবে। অত্যন্ত সহজেই এই অ্যাকাউন্ট করা যায়।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।