আমাদের কথা খুঁজে নিন

   

মাটিতে রত্ন খুঁজি

পৃথিবীর বয়স প্রায় সাড়ে চার শ কোটি বছর। দীর্ঘ সময়ে অসংখ্য কৌতূহলের সঙ্গী এই গ্রহ। ঘটে যাওয়া সেসব কৌতূহল উন্মোচনে রোমাঞ্চকর অভিযানের সঙ্গী হতে এই বিভাগে আসা। ’ বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী আল্-তামিনি।
আল আমিনের সঙ্গে বিভাগে ঢুকেই দেখতে পেলাম দুই পাশে সারিবদ্ধ চুনাপাথর, কয়লা, প্রস্তুরিভূত গাছের গুঁড়ি ও কঠিন শিলা।

ঠিক পাশেই বিভাগের জাদুঘরে ৫০ কোটি বছরের পুরোনো ট্রিলোবাইট প্রাণীর জীবাশ্ম দেখছেন শিক্ষার্থীরা। এখানে দেখা হয় বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদা আক্তারের সঙ্গে। ধারণা দিলেন জাদুঘর সম্পর্কে। ‘এটি এক লাখ বছরের প্রাচীন পাথুরে গাছসহ বিভিন্ন খনিজ নমুনার এক অসাধারণ সম্ভার। ’ মূল্যবান খনিজ ভূ-অভ্যন্তরে সৃষ্টির রহস্যও জানলাম তাঁর কাছে।


‘নির্ধারিত বিভাগে ভর্তি হলে জানার পরিধি এককেন্দ্রিক। কিন্তু অনেক বিষয়ের সমষ্টি আমাদের বিভাগ। তাই এখন থেকেই বিষয়টিকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে শিখছি। ’ প্রথম বর্ষের তানভীর হোসেন যোগ করেন তাঁর অনুভূতি। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।