আমাদের কথা খুঁজে নিন

   

একলা মানুষ ( পরিবর্ধিত )

তোমাদের পাগল বন্ধু এক টুকরো কলংক আর এক টুকরো চাঁদ, এক টুকরো নদীর ঢেউ আর এক টুকরো বাঁধ। এক পশলা বৃষ্টি আর এক তৃষ্নার কড়ি কাঠ, এক টুকরো প্রেম পূর্ণ জ্যোৎস্না ভেজা রাত। এক হালকা পূবী হাওয়ায় এক আসমান ঝড়, একটা পাহাড় আস্ত একা প্রেম পুকুরে পড়। একটা সূরু্য একটা চাঁদে একলা পাঠায় রোদ, একটা ছোট মাছের পেটে এক সাগরের স্রোত। একটা বটের পাতায় লেখা অন্য যুগের ছবি, মুছে তুলি নিজের খাতায় নইলে কেমন কবি? আমার একটা মাত্র ধর--- জন্ম থেকে তাই তো আমি একলা যাযাবর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।