আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্র সৈকতে রাত্রিযাপন ও বার-বি-কিউ

মনে রাখবেন এটা কোন প্যাকেজ না । এটা ভ্রমণ বাংলাদেশের বন্ধুদের একটি জম্পেস আড্ডার পরিকল্পনা । যারা প্রকৃতিকে ভালবাসে আর রাতের অন্ধকারে তাবুতে শুয়ে সাগরের গর্জন শুনকে চান তাদের জন্য আমাদের এই আয়োজন । সবুজের সমারোহে যারা ছবি তুলতে পছন্দ করেন তারা কিছু ভাল ছবিও তুলতে পারেন । সকালের নাস্তার পর আমরা ক্যাম্প গুটিয়ে বাড়ীর দিকে রওয়ানা দিবো।

থাকবো টেন্টে আর টয়লেট ব্যবস্থা কি আছে জানি না। ... ...আগ্রহীরা কল করুন- রেজিট্রেশনের শেষ তারিখ- ১ জুন ২০১১ (যারা ঢাকা থেকে যেতে চান তারা ২৯ তারিখ রেজিট্রেশন করুন ) ভ্রমন খরচ (আনুমানিক) ৪৫০/= (চারশত পঞ্চাশ টাকা ) + (যারা ঢাকা থেকে যেতে চান তাদের বাস ভাড়া ) ভ্রমণের তারিখ- ৩ জুন ২০১১ যাত্রা শেষ- ৪ জুন ২০১১ আরশাদ হোসেন টুটুল -০১৭১১-৬৪৫২৪৬ জাফর বেগ - ০১৯১১-২২৯৬৩০ (চট্টগ্রাম) রবিউল হাসান খান মনা -০১৭১১-২৭৭২৫০,০১৬১১-২৭৭২৫০, ০১১৯-৮১৮২-৮৮৮, ০১৯১১-৯৭২০৭৯, ইমেইল-- or কি কি নিতে হবে- Thinks to Carry ১) ব্যাগ- (Bag) ২) তাঁবু (Tent) ৩) গামছা- (Gamsa) ৪) ছাতা- (Umbrella) ৫) রেইন কোর্ট + ছাতা- (Raincoat + Umbrella) ৬) অতিরিক্ত ১ (এক) সেট কাপড়- (Extra 1 Set Cloth) ৭) পানির বোতল- (Water Bottle) ৮) গোসলের কাপড়- () ৯) কেডস/ সেন্ডেল () ১০) মাল্টিপ্লাগ (Multiplug ) ১১) পলিথিন (Poly thin) ১২) সানক্যাপ (Cap) ১৩) সানগ্লাস (Sunglasses ) ১৪) সানস্কিন ( Sun) ১৫) টিস্যু (Tissue ) ১৬) ব্যক্তিগত ঔষধ (Personal Medicine ) ১৭) টর্চ লাইট + অতিরিক্ত ব্যাটারী (Torch+ Extra Battery ) ১৮) ক্যামেরা+ব্যাটারী+চার্জার (Camera +Battery+Charger) ১৯) বেড শিট/ বিছানার চাদর (Bed Seat ) ভ্রমণ বাংলাদেশ পরিবারের সাথে ভ্রমণ করতে হলে যে যে নিয়ম মানতে হবে । ১. সর্ব অবস্থায় দলনেতার কথা মানতে হবে । ভ্রমণ বাংলাদেশ যেহেতু কোন বানিজ্যিক প্রতিষ্ঠান নয় তাই সকল ভ্রমণে সব কাজে সকল বন্ধুকে সহযোগীতা করতে হবে ২. ভ্রমণ বাংলাদেশ সকল ধর্মে প্রতি সমান সন্মান প্রর্দশন করে । তাই ধর্মীয় আলোচনা করার ক্ষেত্রে সকল বিষয়ে লক্ষ্য রাখতে হবে ।

৩. ভ্রমণ বাংলাদেশ একটি পরিবার তাই বড়দের সন্মান ও ছোটদের স্নেহ করে চলতে হবে । ৪. স্বাস্থ্যর জন্য ক্ষতিকর কোন কিছু ভ্রমণ বাংলাদেশের ট্যুরে গ্রহন করা থেকে বিরত থাকতে হবে । ৫. ভ্রমণ বাংলাদেশ এর ট্যুরে কোন প্রকার রাজনৈতিক আলোচনা করা যাবে না । তবে দেশের প্রয়োজনীয় সমাধান মূলক কোন পরার্মশ আলোচনা করা যাবে । ৬. যে কোন প্রয়োজন আয়োজকদেরকে জানাতে হবে ।

৭. পরিবেশের জন্য ক্ষতিকর কোন কিছু করা যাবে না । ৮. স্থানীয়দের সাথে সুসর্ম্পক তৈরি করতে হবে । ৯. ট্যুরে জন্য কোন প্রয়োজনীয় জিনিস প্রয়োজন হলে আগে থেকে জানাতে হবে । ১০ ট্যুরের সকল তথ্য আয়োজকদের সাথে কথা বলে ভালভাবে জেনে নিতে হবে । ১১. সময়মত সকল কাজ করতে হবে ।

যাত্রা শুরুর সময় কোন প্রকার দেরি করা যাবে না। ১২. নিয়মিত শারীরিক অনুশীলন করে শরীরকে সুস্থ্য রাখতে হবে । শারীরিক সুস্থ্যতার জন্য যে কোন প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে । ১৩. কোন ট্যুরেই নতুন জুতা/স্যান্ডেল পরা যাবে না । ১৪. অনুমতি ছাড়া কারো কোন ছবি প্রকাশ করা যাবে না ।

১৫. সকল প্রয়োজন একটি পরিবারের অংশ হিসেবে আন্তরিকতার সাথে মেটানোর চেষ্টা করতে হবে । ১৬. দল নির্বাচনের ক্ষেত্রে ভ্রমণ বাংলাদেশ এর সিদ্ধান্ত চূড়াঁন্ত হবে । ১৭. ব্যক্তিগত ঔষধ নিজ দায়িত্বে রাখতে হবে । যে কোন ধরনের অসুখ থাকলে দল নেতাকে অবহিত করতে হবে । ১৮. বাসের টিকেট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে ।

বি: দ্র: কোন কিছু প্রয়োজন হলে আগে থেকে জানাতে হবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.