আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকে এখন নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতৃত্বে এখন বিশ্ব চলবে। গত বুধবার লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে সে দেশের পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ওবামা জানান, বিশ্ব অধিকারকে তুলে ধরার দায়িত্ব এখনও পাশ্চাত্যের শক্তির হাতে। সেটা জি-২০-এর মতো বহুজাতিক ফোরামের মাধ্যমেই করতে হবে। খবর বিবিসি ও আল-জাজিরা অনলাইনের।

যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট ওবামা ওয়েস্টমিনস্টার হলে তার ঐতিহাসিক ভাষণ দেন। কোনো মার্কিন রাষ্ট্রপ্রধানের পক্ষে এ ধরনের ভাষণ এই প্রথম। সেখানে তখন বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী জন মেজর, টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনসহ যুক্তরাজ্যের প্রধান রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। ওবামার ৩৫ মিনিট ধরে চলা বক্তৃতার সময় হলজুড়ে ছিল নীরবতা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন, ভারত ও ব্রাজিলের মতো শক্তির উত্থান ঘটলেও বিশ্বের ওপর পাশ্চাত্যের শক্তিশালী প্রভাব রয়েছে।

বিশ্বকে তারাই নেতৃত্ব দেবে। তিনি চীন ও ভারতের মতো শক্তির উত্থানকে আমেরিকান ও ইউরোপীয় প্রভাব শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবং তার গণতান্ত্রিক মিত্রদের নেতৃত্বের প্রয়োজন অর্থনৈতিক ও নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে। তিনি বলেন, বিগত বছরগুলোতে বিশ্বমন্দা ও সংঘাতের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আবার এক গুরুত্বপূর্ণ মুহূর্তে পেঁৗছেছে। তিনি ইরাক অভিযানে বিজয়, আফগানিস্তানে যুদ্ধ পরিস্থিতির উন্নতি এবং ওসামা বিন লাদেনকে হত্যার মাধ্যমে আল কায়দাকে চরম আঘাত দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, উভয় দেশ ইতিহাসের অংশীদার হিসেবে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবং আমাদের গণতান্ত্রিক মিত্ররা বিশ্বকে এমন এক রূপ দেবে, সেখানে নতুন জাতির উত্থান এবং মানুষের সমৃদ্ধি ঘটবে।

' ওবামা বলেন, মিত্র দেশগুলোর সঙ্গে বিশ্ব নেতৃত্বের দায়িত্ব নিয়ে তারা অপরিহার্য লক্ষ্য হিসেবে বর্তমান শতাব্দীকে আরও শান্তিপূর্ণ, সমৃদ্ধিশালী ও ন্যায়পরায়ণ করে তুলবে। '  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.