আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার বাজার ও আমার ব্রেনের ডানপাশের ভাবনা

শেয়ারবাজার এ দরপতন অব্যাহত। পাশাপাশি ঝুলে আছে সরকার এর বাংলাদেশ ফান্ড এর মুলা। প্রহসনের তদন্ত প্রতিবেদন। অর্থমন্ত্রীর চিবিয়ে চিবিয়ে কথা বলা, সেই কথা আবার সময় সময় ভিন্ন ভিন্ন ব্যখ্যা দেয়া। সরকারদলীয় কিছু বোয়াল (যারা বাজারের বড় খেলোয়াড়) মাছদের দাম্ভিক মন্তব্য।

আর বিভিন্ন জায়গায় দাঙ্গাহাঙ্গামা করার মত কিছু বিচ্ছিন্ন ঘটনা। এতদিনপর যেখানের পানি সেখানেই আছে দেখে ভাবছি, আসলেই কি মানুষ লোকসান দিচ্ছে? পথে বসে গেছে? পরিবার নিঃস্ব হয়ে গেছে? যদি হয়েও থাকে তবে তা কতটুকু? শতকরা কতজন মানুষ? ৩৩ লাখের যে হিসাব দেয়া হয় এসব কাদের তৈরি? এই সংখ্যা কি কারও মনে কোন দাগ ফেলে? ৩৩০০০০০ শুধুই সংখ্যা নাকি মানুষ? চিন্তা করার অবকাশ কি আমাদের আছে? সরকার এর দোষ দিচ্ছি আমরা, এই সরকার কে দেশ পরিচালনায় বসিয়েছিও আমরা, লোভ করছি আমরা, শেয়ালের কাছে মুরগির দায়িত্বও দিচ্ছি আমরা। আসলেই যদি আমাদের অবস্থা এতই খারাপ হত তাহলে কি সরকারপ্রধান এবং দেশ পরিচালকরা তাদের গদিতে এখনও বসে থাকতে পারতেন? কিন্তু তাঁরা বসে আছেন, পায়ের উপর পা তুলে, শরীরটা আয়েশ করে এলিয়ে। আমরা নাকি বীরের জাত! একাত্তরের বীরত্বগাঁথা এখনও জাবর কাটি। যার এক কথায় স্বাধীনতা ঘোষণা হয়ে যায়, একটি জাতি জেগে ওঠে, একটি দেশ স্বাধীন হয়।

তার রক্ত এত নষ্ট হয় কিভাবে? এত অন্যায় সহ্য করে কিভাবে? খবরের কাগজে পড়লাম অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাঙ্ক এর গভর্নরের পদত্যাগ দাবি করা হয়েছে। দরবার হলের এতবড় ঘটনা ঘটার পরেও যদি স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ না করে, তাহলে উনারা করবেন কেন? এটা তো জানা কথা, রাজনীতিতে নামার সময় উনারা মানুষের চামড়াটি সযত্নে কথাও তুলে রেখে, কথায় রেখেছেন তা ভুলে গেছেন। দয়া করে কেউ জানতে চাইবেন না এখন তাদের গায়ের চামড়াটা কিসের? পাঠক, আপনার সৃজনশীল মস্তিষ্কের উপর আমার দৃঢ় আস্থা আছে। অনেকে বলছেন এই সরকার এর আমলে আর কিছুই হবেনা। আমরা দেখে আসছি চাচা যুগ শেষে দেশে মাত্র দুটি সরকার এসেছে, গেছে।

উনারা প্রতিবারই আগেরজনকে দেখে লুটেপুটে খাওয়ার ইচ্ছেটাকে নানা অজুহাতে, যুক্তিতে চেগিয়ে তোলেন। আমাদের জন্য তা বরং আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমার তো মনে হয়, হাওয়া ভবনের হাওয়া ঝড়ো বাতাসে রূপান্তরিত হয়েছে এই সরকার এর জয় এ। আগামীতে এই দেশের জনগণের আরও একটি ভুলে হয়তো বিদেশ থেকে সাইক্লোন ডেকে নিয়ে আসবে। সিদ্ধান্ত আমাদের উপর, অত্যাচারিত হবো নাকি অত্যাচার রুখবো? আমি একা খুব বেশিদূর যেতে পারবোনা, আপনিও পারবেন না।

কিন্তু আমরা অবশ্যই পারবো। চলুন সবাই মিলে একটু ভাবি কিভাবে নিজেদের উন্নতি করা যায়, নিজেদের ভাবনাগুলো ভাগাভাগি করি, তথাকথিত দেশ পরিচালক দের তা বাস্তবায়নের আহবান জানাই, আর যদি তাঁরা না পারে তবে তাদের ছুড়ে ফেলে দেই। আমার পরিশ্রমের টাকায় অন্যকারো অন্যায়ভাবে আরাম আয়েশ করার অধিকার নেই। সবাই ভাল থাকলে আপনিও ভাল থাকবেন, আপনার আপনজনও ভাল থাকবে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.