আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে লাথ্থি মারো, শেয়ার বাজার ঠিক করো। এমনই স্লোগান দিচ্ছে শেয়ার বিনিয়োগকারীরা। ভাইরে এখন কি করমু....

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

প্লিজ, প্রধানমন্ত্রী আপনি দ্রুত শেয়ার বাজারের সমস্য সমাধান করুন। না হলে ওরা কি করবে বুঝতে পারতাছি না। এমনিতেই মতিঝিলের প্রায় অফিসে ভাংচুর করেছে শেয়ারবিনিয়োগকারীরা। শুধু অফিস না ভাংচুর করছে শত শত যানবাহন। বার বার সমস্যয় পড়তে হচ্ছে সাধারন জনগনকে।

মতিঝিলের স্কুল, কলেজ ছুটি হলে ছাত্র ছাত্রীরা বাসায় যেতে পারছে না। বিভিন্ন অফিসের ভিতরের লোকেরা আছে আতংকের মাঝে। আহত হচ্ছে প্রতিদিন শত শত মানুষ। এতক্ষন যা বললাম তা ছিল চলমান ঘটনা। কিন্তু সব চেয়ে বিপদ জনক খবর হচ্ছে বিশ্বকাপ নিয়ে।

ওরা আজকে মিছিল করতেছে "বিশ্বকাপে লাথ্থি মারো! শেয়ার বাজার ঠিক করো!! বিশ্বকাপ হবে না এমন ধরনের মিছিলে উত্তাল রাজধানীর প্রাণপ্রীয় স্থান মতিঝিল। বিনিয়োগকারীরা সবাই একজোট হয়ে এই স্লোগান দিচ্ছে। আর পুলিশ তাদের সাথে সাথে দোড়াচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, প্লিজ আপনি শেয়ার বাজার ঠিক করুন। সাধারন জনগনকে একটু শান্তিতে থাকতে দিন।

বিশ্বকাপের আগে বা বিশ্বকাপ চলাকালিন সময়ে যেন কোন বাজে ঘটনা না ঘটে সেটা নিয়ে ভাবুন। আপনি শুধু আপনার বাবাকে নিয়ে ভাবলে চলবে না। দেশকে নিয়ে ভাবুন। দেশ কোন দিকে যাচ্ছে সেটা খেয়াল করুন। আপনার মন্ত্রীসভা ঠিক করুন।

খোদার কসম কইতাসি বিশ্বকাপে কিছু হইলে মিশরের চেয়ে ভয়ানক পরিস্তিতি পড়তে হবে আপনাকে। মোবারক পালানোর সুযোগ পাইলেও আপনি তাও পাইবেন না। বিশ্বকাপ খেলার জন্য কানাডা, পাকিস্থান ও ইংল্যান্ডসহ অনেক রাস্ট্র আসতে শুরু করেছে বাংলাদেশে। তারা যদি কোন অজুহাত দেখিয়ে বাংলাদেশ থেকে বিশ্বকাপ না খেলে চলে যায়, তাহলে দেশের ক্রিকেট প্রেমিরা আপনাকে ছাড়বেনা। তাই সাবধান আঙুল বাঁকা করার আগে দেশকে নিয় ভাবুন।

আমি সাধারন পাবলিক হয়ে আপনাকে এই কথাগুলো বললাম। কিন্তু এই কথাগুলো আমার একা নয়, এই দেশের সকল ক্রিকেটপ্রেমির, এই দেশের সকল আমজনতার, এই দেশের নিরীহ মানুষের, এই দেশের গরীব জনগনের। আমরা চাইনা আপনাদের এই রাজনীতি খেলা। আমরা চাই দেশে একটু শান্তি। ধন্যবাদ সকল ব্লগারদের।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।